মাইকেল জ্যাকসনের পরা মোজা নিলামে, বিক্রি ১০ লাখে


বিনোদন ডেস্ক

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের ব্যবহৃত একটি মোজার জোড়া সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে। মোজাটি ১৯৯৭ সালে ফ্রান্সের নাইমস শহরে আয়োজিত একটি কনসার্টে পরেছিলেন তিনি। ফরাসি নিলাম সংস্থা অরোর ইলি এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপিকে।

মোজাটির ইতিহাস:

১৯৯৭ সালের জুলাই মাসে অনুষ্ঠিত কনসার্টটি ছিল জ্যাকসনের বিখ্যাত HIStory World Tour-এর অংশ। কনসার্টের পর তাঁর ড্রেসিং রুমের পাশে একজন সাউন্ড টেকনিশিয়ান মোজাজোড়াটি পড়ে থাকতে দেখেন। তখন থেকেই প্রায় ২৮ বছর ধরে একটি ফ্রেমে এটি সংরক্ষণ করা হয়। মোজাটি ছিল সাদা রঙের অ্যাথলেটিক স্টাইলের, যা জ্যাকসনের স্বতন্ত্র পোশাকধারার অংশ ছিল। অনেকের ধারণা, এটি তিনি তার বিখ্যাত গান “Billie Jean” পরিবেশনের সময়ও পরতেন, কারণ মঞ্চে পারফরম্যান্সে তিনি প্রায়ই এমন ধরনের মোজা পরতেন।

নিলামের চমক:

নিলামকারী সংস্থা ধারণা করেছিল, মোজাজোড়াটি হয়তো ৩,০০০ থেকে ৪,০০০ মার্কিন ডলারে বিক্রি হবে। কিন্তু জ্যাকসনের বিশ্বব্যাপী ভক্তদের আগ্রহের কারণে এটি প্রায় ৮,০০০ ডলারে বিক্রি হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ লাখ টাকা। সূত্র জানায়, সময়ের সাথে মোজায় কিছুটা হলুদাভ দাগ পড়ে গিয়েছিল। তাই এর রং ও গুণগত মান আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই নিলামে তোলা হয়।

আরও যা জানা গেছে:

পপ সংগীতের রাজা মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক একটি বায়োপিক নির্মাণ করছে হলিউড। সিনেমাটির নাম ‘Michael’, যা মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল। এই সিনেমায় দেখানো হবে কীভাবে একজন সাধারণ মানুষ থেকে জ্যাকসন ‘পপের রাজা’ হয়ে উঠেছিলেন, তার সংগ্রাম, খ্যাতি, বিতর্ক ও বিশ্বজয়ের কাহিনি।


সংক্ষেপে সংশোধিত তথ্যসমূহ:

বিষয়পুরাতন তথ্যসংশোধিত তথ্য
মোজার মূল্য১০ লাখ টাকা৮ হাজার মার্কিন ডলার ≈ ১০ লাখ টাকা
কনসার্টনাইমস শহরে কনসার্ট১৯৯৭ সালের HIStory World Tour
পাওয়া যায় কোথায়এক টেকনিশিয়ান পানড্রেসিং রুমের পাশে পড়ে থাকতে দেখা
মোজা সংরক্ষণ২৮ বছর ফ্রেমেএকই, তবে শৈল্পিকভাবে ফ্রেমে রাখা
সিনেমার নাম ও মুক্তি‘মাইকেল’, ২০২৬‘Michael’, ২৪ এপ্রিল ২০২৬

23 thoughts on “মাইকেল জ্যাকসনের পরা মোজা নিলামে, বিক্রি ১০ লাখে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি