
ফাহিম আহমেদবরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার সংলগ্ন এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। নিহতের নাম রাতুল (২০)। তিনি স্থানীয় জোসনা বেগমের ছেলে এবং পরিবারের সঙ্গে রহমতপুর বাজারে একটি ভাতের হোটেল পরিচালনা করতেন।
পরিবারের সূত্রে জানা গেছে, বাসার পেছনে একটি পরিত্যক্ত জায়গায় গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রাতুল। তার বড় ভাই সাব্বির (২৫) প্রথম মরদেহটি দেখতে পান। আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া না গেলেও, স্থানীয়দের ধারণা—ব্যক্তিগত মানসিক চাপ বা পারিবারিক কোনো সমস্যা এর পেছনে থাকতে পারে।

খবর পেয়ে বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/