বিশেষ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে দিবসটি। ৫ আগস্ট (মঙ্গলবার) সকাল থেকে নাসিরনগর উপজেলা সদরে আনন্দ র্যালি, পথসভা ও শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পালিত হয় এই ঐতিহাসিক দিন। উপজেলা পরিণত হয় উৎসবমুখর এক নগরীতে। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মুখরিত ছিল পুরো উপজেলা সদর।

দুই বিএনপি নেতার পৃথক বিজয় র্যলি ও পথসভা
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই শীর্ষ নেতা — অ্যাডভোকেট একেএম কামরুজ্জামান মামুন ও এম হান্নানের নেতৃত্বে পৃথকভাবে আয়োজন করা হয় বিজয় র্যালি ও পথসভা। দুপুরে নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেট থেকে এম হান্নানের নেতৃত্বে একটি বিশাল বিজয় র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ ইমরান চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
এই সভায় বক্তব্য রাখেন:
- অ্যাডভোকেট আলী আযম চৌধুরী – সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি
- এম এ খালেক – সিনিয়র সহ-সভাপতি
- নজরুল ইসলাম – সহ-সভাপতি
- জামাল আহমেদ – সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুবদল
- মাসুদ চৌধুরী – ভারপ্রাপ্ত সদস্য সচিব
- নজরুল ইসলাম – সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল
- আশিকুর রহমান চৌধুরী পনি – সাবেক সদস্য সচিব, উপজেলা ছাত্রদল
- শরিফুল ইসলাম – যুগ্ম আহ্বায়ক
- ইয়াছিন মাহমুদ – সাবেক আহ্বায়ক, কলেজ ছাত্রদল
- খাইরুল বাশার রনি – সদস্য সচিব, কলেজ ছাত্রদল
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলা বিএনপির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম কামরুজ্জামান মামুনের নেতৃত্বে আরেকটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয় এবং সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।
আলোচনা সভা ও নেতৃত্ব
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল।
উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন:
- কেএম বশির উদ্দিন তুহিন – সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি
- আমিরুল ইসলাম চকদার – যুগ্ম সাধারণ সম্পাদক
- হাস্নাহেনা – নেত্রী, উপজেলা মহিলা দল
- সিরাজুল ইসলাম – যুগ্ম সাধারণ সম্পাদক
- মো. তাকিউল ইসলাম – সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল
এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শহীদ ইমরানের সমাধিতে শ্রদ্ধা
দিবসটি উপলক্ষে গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে শহীদ হাফেজ ইমরান (মোনায়েল আহমেদ ইমরান)-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে অংশ নেন প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
পুষ্পস্তবক অর্পণ করেন:
- উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন (জেলা প্রশাসন পক্ষে)
- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুকবুল হোসেন (সিভিল সার্জনের পক্ষে)
- উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা
- উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন
- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সামিউল বাসির
- উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিম আরিফিন
- উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হোসেন
- সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার
- অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম
- গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন
- বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের
- পল্লীবিদ্যুৎ নাসিরনগর জোনাল ডিজিএম প্রকৌশলী মো. আমজাদ হোসেন
- প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আছমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ
- এনসিপি নাসিরনগর প্রতিনিধি হাফিজ মেম্বার ও সাইফুজ্জামান জনি
https://shorturl.fm/i4w9r
w1edsv
skqrm6
https://shorturl.fm/xiuIb
https://shorturl.fm/oc5tG
https://shorturl.fm/5Y3J3
https://shorturl.fm/fZY5S
https://shorturl.fm/cZqg0
p13hy2
https://shorturl.fm/0eLYu
https://shorturl.fm/xVfmV
https://shorturl.fm/WN4DZ
https://shorturl.fm/j4Nh6
https://shorturl.fm/R7r10
https://shorturl.fm/Mf1e0
https://shorturl.fm/jboXY
https://shorturl.fm/prC7Q
https://shorturl.fm/cecKs
https://shorturl.fm/uWGL4
https://shorturl.fm/ff9c7
https://shorturl.fm/jOK4w
https://shorturl.fm/UjbDm
https://shorturl.fm/HS8TQ