
নওগাঁ জেলা প্রতিনিধি
গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বিচারের দাবীতে নওগাঁর মান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১০ টায় উপপজেলার চৌরাস্তা মোড়ে “মান্দায় কর্মরত সকল সাংবাদিক” বৃন্দের ব্যানারে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদসভা শেষে উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাংবাদিক তুহিন হত্যার বিচার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ সকল ধরণের সহযোগিতা কামনা করে বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে উপস্থিত বক্তরা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা এবং আহত সাংবাদিক আনোয়ার হোসেনের অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে বিচার ও শাস্তির দাবী করেন। একইসাথে সন্ত্রাসীরা আর যেন কোন সাংবাদিকের জীবন কেড়ে নিয়ে, হুলি খেলতে না পারে, সেই নিরাপত্তা ও সুরক্ষা আইন নিশ্চিত করণের দাবী তুলে ধরেন।মানববন্ধনে বক্তরা আরো হুশিয়ারি দিয়ে বলেন,তুহিন হত্যাসহ সাগর রুনী হত্যার বিচার অবিলম্বে করতে হবে।তা নাহলে আরো কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।

এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সহসভাপতি আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভা আব্দুল মজিদ সম্রাট,সাধারন সম্পাদক ফজলুল করিম সবুজ,মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়াসিম আকরামসহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
https://shorturl.fm/btLzD
https://shorturl.fm/eQyzm
https://shorturl.fm/OtMZa
https://shorturl.fm/wDKJo
https://shorturl.fm/0KohA
https://shorturl.fm/vWdHQ
https://shorturl.fm/SLNIS
https://shorturl.fm/2NLKV
https://shorturl.fm/wT1l9
https://shorturl.fm/V3h7y
https://shorturl.fm/jgSHU
https://shorturl.fm/WrUE1
https://shorturl.fm/JSjH8
https://shorturl.fm/xslIs
https://shorturl.fm/9fvah
https://shorturl.fm/DVpne
https://shorturl.fm/AfqCj
https://shorturl.fm/8BkNj
https://shorturl.fm/Mgu3K
lafa2i
https://shorturl.fm/TfXGc
w3u6bt
https://shorturl.fm/p66p6
https://shorturl.fm/2c4qG
https://shorturl.fm/CPnvl
https://shorturl.fm/av7uT
https://shorturl.fm/xH6dc
a9tptv