লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের উত্তর বালুর চর সুজন গ্রামে অবস্থিত চর আব্দুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম আব্দুল হাকিমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে একই পদে থেকে তিনি একের পর এক মনগড়া সিদ্ধান্ত, অদূরদর্শিতা ও নানা অনিয়ম করে আসছেন। বিভিন্ন ভুয়া ভাউচার তৈরি করে প্রায় ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে তার আচরণও সমালোচনার জন্ম দিয়েছে। কোনো শিক্ষক তার মতের বিপরীতে কথা বললে বা মিটিংয়ে দ্বিমত পোষণ করলে, মিটিং শেষে নিজের কক্ষে ডেকে নিয়ে ধমক ও হয়রানি করতেন তিনি।
অভিযোগ রয়েছে, সরকারি বিধি লঙ্ঘন করে শিক্ষকদের বেতন স্কেল পরিবর্তন ও সরকারি সুবিধা প্রদানের ক্ষেত্রে জোরপূর্বক অর্থ আদায় করেছেন। জেডিসি, দাখিল ও আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপনের কথা বলে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং মাদ্রাসার আয় থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। শিক্ষক-কর্মচারীদের নাম, পদবি ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের কথা বলে দুই দফায় কয়েক লাখ টাকা নিয়েও কোনো কার্যকর ব্যবস্থা নেননি। এছাড়া মিনিস্ট্রি অডিটের সময় ভয়-ভীতি দেখিয়ে চার লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। মাদ্রাসার টাকায় কেনা আসবাবপত্র নিজের বাসায় নিয়ে যাওয়ার ঘটনাও প্রকাশ পেয়েছে।
অধ্যক্ষের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে—
প্রতিষ্ঠাতার নাম পরিবর্তন করে নিজের নাম ব্যবহার করা প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব না দেওয়া নিয়মিত অনুপস্থিত থাকা ক্ষমতার অপব্যবহার করে গভর্নিং বডি নির্বাচন করা শিক্ষার্থীদের উপবৃত্তি ও রেজিস্ট্রেশন ফি আত্মসাৎ করা শিক্ষক নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেন করা এসব অনিয়মের প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা ১৮ দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে— ৭০ লাখ টাকার পূর্ণ হিসাব প্রদান সকল শিক্ষক ও শিক্ষার্থীর কাছে ক্ষমা প্রার্থনা মাসিক বেতনের হার কমানো মার্কশিট বিনামূল্যে প্রদান সাবেক ম্যানেজিং কমিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আ.ন.ম আব্দুল হাকিমকে মাদ্রাসায় পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য না দিয়ে সংযোগ কেটে দেয়।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/