
বিনোদন ডেস্ক
ইতালির ভেনিসে চলছে ৮২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর সেখানেই দেখা গেল আবেগঘন এক মুহূর্ত। নিজের অভিনীত নতুন সিনেমা *দ্য স্ম্যাশিং মেশিন* প্রদর্শনীর পর মঞ্চে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন হলিউড তারকা ডোয়াইন ‘দ্য রক’ জনসন।
গত সোমবার রাতে সিনেমাটির প্রদর্শনী শেষে পুরো প্রেক্ষাগৃহ দাঁড়িয়ে অভিনেতা ও তার টিমকে সম্মান জানায়। দর্শকরা টানা ১৫ মিনিট ধরে করতালি দিয়ে অভিবাদন জানান—যা এবারের উৎসবে সবচেয়ে দীর্ঘ করতালির রেকর্ড। আবেগে ভেসে ৫৩ বছর বয়সী এই অভিনেতা অশ্রু ধরে রাখতে পারেননি।
*দ্য স্ম্যাশিং মেশিন* নির্মিত হয়েছে কিংবদন্তি কুস্তিগির ও ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন মার্ক কেরের বাস্তব জীবনের গল্প নিয়ে। নব্বইয়ের দশকের দুইবারের এই চ্যাম্পিয়নের খ্যাতি, সংগ্রাম, ব্যক্তিগত লড়াই ও মানসিক দ্বন্দ্ব ফুটে উঠেছে সিনেমার পর্দায়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বেনি সাফদি। কেরের প্রেমিকা ডন স্ট্যাপলসের চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট।
প্রদর্শনীর পর পরিচালক বেনি সাফদি মঞ্চে উঠে ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্টকে জড়িয়ে ধরেন। তিনজনের চোখেই তখন অশ্রুধারা। শুধু তাই নয়, দর্শকসারিতে উপস্থিত আসল মার্ক কেরও আবেগে কেঁদে ফেলেন। পুরো হলজুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
এই দৃশ্যটি অনেকের কাছে মনে করিয়ে দিয়েছে ২০২১ সালের ভেনিস চলচ্চিত্র উৎসবকে, যেখানে ব্রেন্ডান ফ্রেজারের *দ্য হোয়েল* প্রদর্শনী শেষে একইভাবে আবেগঘন করতালি বয়ে গিয়েছিল। পরবর্তীতে সেই সিনেমাটিই ফ্রেজারকে এনে দেয় অস্কারের সোনালি মূর্তি। সমালোচকরা ধারণা করছেন, *দ্য স্ম্যাশিং মেশিন* দিয়েও ডোয়াইন জনসনের অস্কার জয় সময়ের অপেক্ষা মাত্র। সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে চলতি বছরের নভেম্বর মাসে।
https://shorturl.fm/bpJeF
https://shorturl.fm/cSAxu
ru6k73
https://shorturl.fm/6Wzfw
https://shorturl.fm/s1exM
rlef4h
n1lu6p
5adjzf
https://shorturl.fm/15X2R
https://shorturl.fm/MnQH8
https://shorturl.fm/0tz13