
বিনোদন ডেস্ক
বিশ্ববিখ্যাত ক্যারিবিয়ান পপতারকা রিয়ান্না আবারও মাতৃত্বের আনন্দে ভাসছেন। দীর্ঘদিনের প্রেমিক ও মার্কিন র্যাপার এসাপ রকির সঙ্গে তাদের সংসারে এসেছে নতুন অতিথি। গত ১৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন এই নয়বারের গ্র্যামি বিজয়ী গায়িকা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নবজাতকের নাম রাখা হয়েছে রকি আইরিশ মেয়ার্স।

রিয়ান্না নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেয়ের প্রথম ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি আবেগঘন ভাষায় লিখেছেন— “রাজকুমারী, এই পৃথিবীতে তোমাকে স্বাগতম।” মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতককে স্বাগত জানিয়ে রিয়ান্না-রকি দম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন।
রিয়ান্না ও এসাপ রকির সম্পর্কের শুরু বন্ধুত্ব দিয়ে, প্রায় এক দশকের বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা রয়েছে। ২০২০ সালে প্রথমবার একসঙ্গে ডিনার ডেটে দেখা যায় এই জুটিকে। এরপর ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে তারা প্রেমের কথা স্বীকার করেন। ২০২২ সালের মে মাসে আসে তাদের প্রথম সন্তান। ২০২৩ সালে জন্ম নেয় তাদের কন্যা রায়ট রোজ। আর এবার তৃতীয় কন্যাসন্তানের আগমনে পরিবারে যোগ হলো নতুন আনন্দ।
রিয়ান্না এক দশক আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর জীবনের সবচেয়ে বড় পরিকল্পনা হলো মা হওয়া এবং তিনি তিন থেকে চার সন্তান চান। তাঁর মতে, “পিতা-মাতা ও সন্তানের মধ্যে সম্পর্কের মূল ভিত্তি ভালোবাসা। কোনো শিশুকে ভালোবাসা ছাড়া প্রকৃতভাবে বড় করা যায় না।” সেই স্বপ্নকেই এবার বাস্তবে রূপ দিচ্ছেন এই তারকা শিল্পী।
শুধু সংগীতেই নয়, রিয়ান্না ব্যবসায়িক ক্ষেত্রেও সফলতার শিখরে পৌঁছেছেন। তাঁর জনপ্রিয় কসমেটিকস ব্র্যান্ড ফেন্টি বিউটি বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে, এসাপ রকি ২০১১ সালে সংগীতজগতে প্রবেশ করেন এএসএপি মব ব্যান্ডের মাধ্যমে। তাঁর প্রথম অ্যালবাম ২০১৩ সালে বিলবোর্ড ২০০ চার্টে এক নম্বরে ওঠে এবং তিনি এখন পর্যন্ত দুটি গ্র্যামি মনোনয়ন অর্জন করেছেন। তৃতীয় সন্তানের জন্মের মাধ্যমে রিয়ান্না ও এসাপ রকির পরিবার এখন হয়ে উঠেছে চারপাশের মানুষের অনুপ্রেরণা ও আলোচনার কেন্দ্রবিন্দু। ভক্তরা আশাবাদী, মাতৃত্বের আনন্দের পাশাপাশি শিগগিরই নতুন সংগীত নিয়েও হাজির হবেন এই সুপারস্টার।
https://shorturl.fm/byRJQ
https://shorturl.fm/c02Mn