বটিয়াঘাটায় জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ মিজানুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার বটিয়াঘাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বটিয়াঘাটা বাজার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জামায়াতের বটিয়াঘাটা থানা শাখা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে হলে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও কার্যকর ভোট ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাঁরা সরকারের দমন-পীড়ন, গণহত্যা, দুর্নীতি এবং রাজনৈতিক নির্যাতনের তীব্র নিন্দা জানান।

পাঁচ দফা দাবি
১. ১ জুলাই সনদ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু।
৩. নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সমতল মাঠে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি।
৪. বর্তমান সরকারের জুলুম, নির্যাতন, দুর্নীতি ও গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
সমাবেশে অতিথি ও বক্তারা
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন থানা নায়েবে আমির মাওলানা আশরাফ আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা সেক্রেটারি আব্দুল হাই।

এছাড়াও বক্তব্য রাখেন—

  • খুলনা জেলা শ্রমিক কল্যাণ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন গোলদার
  • ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের খুলনা জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন
  • থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির
  • লবণচরা থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রব
  • যুব বিভাগের সভাপতি মাওলানা আরিফ বিল্লাহ
  • সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হোসেন
  • ২ নং ইউনিয়ন সভাপতি তারিকুল ইসলাম
  • ৪ নং ইউনিয়ন সভাপতি ইয়াসিন আরাফাত
  • ৬ নং ইউনিয়ন সভাপতি মাওলানা নাজমুল
  • ৫ নং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা একরামুল
    অংশগ্রহণকারীরা
    বিক্ষোভ মিছিলে বটিয়াঘাটার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুই সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বটিয়াঘাটা বাজার থেকে শুরু হয়ে থানার মোড়ে এসে শেষ হয়।

3 thoughts on “বটিয়াঘাটায় জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি