৯ মহিষের মৃত্যু বিষপ্রয়োগে, ক্ষতি ২০ লাখ টাকা!

মো. সোহেল গাজী

পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া ও চরঘুনাথদ্দী চরে বিষপ্রয়োগে ৯টি মহিষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মহিষগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। মারা যাওয়া মহিষগুলোর মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের আ. রশিদ হাওলাদারের ২টি, সাইবেরহাট এলাকার সোহাগ হোসেনের ৪টি এবং মো. মাসুদের ৩টি রয়েছে। এ ঘটনায় আরও ছয়টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত মহিষের মালিক মাছুম জানান, “আমরা তিনজন মিলে ৮০টি মহিষ নিয়ে দের মাস ধরে গোপালিয়া ও রঘুনাথদ্দী চরে চরাই করাচ্ছিলাম। বৃহস্পতিবার দুপুরে মহিষগুলো চর থেকে ফিরিয়ে আনার পরপরই একে একে ১৫টি অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৯টি মারা যায়। আমরা নিঃস্ব হয়ে গেলাম।”

স্থানীয় হান্নান হাওলাদার অভিযোগ করে বলেন, “কিছু অসাধু জেলে দীর্ঘদিন ধরে চরে বিষ দিয়ে মাছ শিকার করছে। ধারণা করছি বিষাক্ত ঘাস খেয়ে মহিষগুলো মারা গেছে। এ ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।” বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, “এখন পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

One thought on “৯ মহিষের মৃত্যু বিষপ্রয়োগে, ক্ষতি ২০ লাখ টাকা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি