

বিনোদন ডেস্ক
স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই স্পষ্টবাদী এবং সমাজমাধ্যমে নিন্দকদের পাল্টা প্রতিক্রিয়া জানাতে কোনওদিনই পিছপা হননি। তবে এবার তিনি একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন। নবমীর দিনে নিজের কাছে এক বড় প্রতিজ্ঞা করেছেন অভিনেত্রী—”আর কোনও নিন্দকের মন্তব্যে সাড়া দেব না।”
পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা, কপালে বড় টিপ ও মুখে আত্মবিশ্বাসী হাসি—এমন এক ছবি শেয়ার করে এই ঘোষণা দেন স্বস্তিকা। তিনি লিখেছেন, “শুভ নবমী। এই পুজোয় আমি নিজের কাছে এক প্রতিজ্ঞা করেছি, আর কখনও ছাগলদের মন্তব্যে সাড়া দেব না। যদিও চোখে পড়লে কিছুটা রাগ হয়, তবে এখন মনে হচ্ছে, তাদের এতটা মূল্য দেওয়া ঠিক হবে না।”
স্বস্তিকা জানান, সমাজমাধ্যমে তারকাদের ট্রোলিং এখন একটি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এবং এটি মানুষকে আরও বেশি নেতিবাচকতা ও হতাশার দিকে ঠেলে দেয়। তিনি বলেন, “আমাদের জীবনেও নানা ওঠাপড়া থাকে, তবে বাড়তি নেতিবাচকতা আর কোনও দরকার নেই।” এবারে স্বস্তিকা জানিয়েছেন, ব্লক করার মাধ্যমে তিনি তার নিন্দকদের মোকাবিলা করবেন। “ব্লক করার একটা নতুন অর্থ পেয়েছি। আমি শুধু তাদের ভালবাসা নিয়ে বাঁচব যারা আমাকে সত্যিই ভালোবাসে,”—বলেছেন তিনি।
মহিলাদের নিয়ে বিভিন্ন কটূক্তি এবং বডিশেমিং-এর শিকার হওয়া নিয়ে তিনি আরও লেখেন, “যে মহিলারা নিয়মিত বডিশেমিংয়ের শিকার হন, তাঁদের জন্য অনেক ভালোবাসা। আমরা যদি সবাই একে অপরকে ভালোবাসি, তবে অবশ্যই আমরা জয়ী হব।”
https://shorturl.fm/WFozj