
মোঃ জাকির হোসেনবাংলাদেশে প্রযুক্তিনির্ভরতার যুগে দেশীয় মোবাইল শিল্প দ্রুত বিকাশ লাভ করছে। বিদেশ নির্ভরতা কমিয়ে নিজস্ব ব্র্যান্ড ও উৎপাদন সক্ষমতা গড়ে তোলার এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন দীর্ঘদিন ধরেই দেশীয় শিল্পকে আত্মনির্ভরশীল করার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি এখন একটি আধুনিক মোবাইল উৎপাদনকারী কোম্পানিতে পরিণত হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিন্নিপাড়ায় অবস্থিত আনিরার নিজস্ব কারখানাটি বর্তমানে দেশের অন্যতম আধুনিক মোবাইল অ্যাসেম্বলি ইউনিট। এখানে দেশীয় প্রকৌশলী, কারিগর ও দক্ষ জনবল একসঙ্গে কাজ করছেন উন্নত প্রযুক্তিনির্ভর স্মার্টফোন উৎপাদনে। প্রতিদিন হাজারেরও বেশি ফোন তৈরির সক্ষমতা রয়েছে কারখানাটির, যা সাশ্রয়ী দামে দেশের বাজারে সরবরাহ করা হচ্ছে।
আশরাফ উদ্দিন বলেন, “আমরা চাই বাংলাদেশ শুধু আমদানিকারক নয়, বরং প্রযুক্তি উৎপাদনের কেন্দ্র হিসেবে বিশ্বে পরিচিত হোক। দেশীয় কারখানায় মোবাইল তৈরি হলে কর্মসংস্থান বাড়ে, প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি পায় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়।”
তাঁর মতে, সরকারি প্রণোদনা ও নীতিগত সহায়তা পেলে বাংলাদেশ খুব শিগগিরই দক্ষিণ এশিয়ার অন্যতম মোবাইল উৎপাদন হাবে পরিণত হতে পারে। প্রতিষ্ঠানটি শুধু মোবাইল তৈরি নয়, বরং গবেষণা ও উন্নয়ন (R&D) খাতে বিনিয়োগ করছে, যাতে স্থানীয় বাজারের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি কাস্টমাইজ করা যায়।

এছাড়া, বাংলাদেশে তৈরি “Made in Bangladesh” ফোন আন্তর্জাতিক বাজারে রপ্তানিরও পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। বিদেশি ব্র্যান্ডের আধিপত্যের মধ্যেও আনিরার মতো উদ্যোগ স্থানীয় শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করছে। শেষে আশরাফ উদ্দিন বলেন, “দেশীয় প্রযুক্তি শিল্পে বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতে বিনিয়োগ করা। আমরা চাই তরুণ প্রজন্মের হাতে থাকুক নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্মার্টফোন—যা হবে বাংলাদেশি গর্বের প্রতীক।”
দেশীয় শিল্পের প্রতি তাঁর এই দূরদর্শী চিন্তা ও নেতৃত্ব বাংলাদেশের মোবাইল ফোন শিল্পে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/