লালপুরে গৃহবধূর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুজনের মৃত্যু – আর্থিক অনটনে দুশ্চিন্তায় দিনমজুর পরিবার

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানদের মধ্যে তিনজন পুত্র এবং দুইজন কন্যা। তবে জন্মের পরপরই এক ছেলে ও এক মেয়ে মারা গেছে। বাকিদের অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ হলেও তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন (২৩) মঙ্গলবার রাতে প্রসব বেদনা অনুভব করলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশন ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন।
জন্মের কিছুক্ষণের মধ্যেই রাত ১১টার দিকে এক পুত্র ও এক কন্যাশিশু মারা যায়। পরদিন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লালপুরের সাইপাড়া গ্রামে জানাজা শেষে শিশু দুটির দাফন সম্পন্ন করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতকরা জন্মের পর থেকেই কিছুটা দুর্বল। তাদের আইসিইউ পর্যায়ের নিবিড় পরিচর্যার আওতায় রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও বিশেষ যত্ন দেওয়া হচ্ছে। মা রেশমা খাতুন শারীরিকভাবে সুস্থ আছেন।

এমন বিরল ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় অনেকে হাসপাতালে ভিড় করছেন মা ও নবজাতকদের এক নজর দেখার জন্য।
সন্তানদের বাবা আসিব হোসেন সবুজ জানান, তিনি ঈশ্বরদী মিলিটারি ফার্মে দিনমজুরের কাজ করেন এবং দৈনিক মাত্র ৪৪৫ টাকা আয় করেন। তাঁর পক্ষে পাঁচ সন্তানের ব্যয়ভার বহন করা কঠিন হবে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “আল্লাহর রহমতে মা ও বাকি তিন সন্তান বেঁচে আছে। সবাই যেন সুস্থ থাকে, সেই দোয়া চাই। আর্থিক কষ্টের কারণে সন্তানদের চিকিৎসা ও ভরণপোষণে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি