নিজস্ব প্রতিবেদক
ঢাকায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা মাদ্রাসা শিক্ষায় আরবি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১ অক্টোবর) আলিয়ার সভাকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, “সরকারি মাদ্রাসা-ই-আলিয়া কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং উপমহাদেশের মুসলিম সমাজের শিক্ষা, সংস্কৃতি, সমাজ সংস্কার ও জাতীয় জাগরণের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়।”
তিনি উল্লেখ করেন, আড়াই শতাব্দীর ইতিহাসে আলিয়া মাদ্রাসা দেশের প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন খাতে অসংখ্য যোগ্য মানুষ তৈরি করেছে। ভবিষ্যতেও এ প্রতিষ্ঠান দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উপদেষ্টা বলেন, “অতি আধুনিক বিষয়ের ভারে কোরআন, হাদীস, ফিকহ প্রভৃতি ঐতিহ্যবাহী শিক্ষা কোণঠাসা হয়ে পড়ছে। আমরা আধুনিক শিক্ষা গ্রহণ করব, তবে মাদ্রাসা শিক্ষা হলো বিশেষায়িত শিক্ষা, আরবি শিক্ষা হলো এর প্রাণ।”
তিনি আরও বলেন, ছোট ছোট মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে হবে। মাদ্রাসা-ই-আলিয়া থেকে ঐক্যের বাতাবরণ ছড়িয়ে পড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক বক্তব্য রাখেন।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/