এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে হারের পর ফের সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তান ক্রিকেটে। টানা ব্যর্থতার কারণে খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট—সবার ওপরই চলছে কড়া সমালোচনা। এর মাঝেই সাবেক অধিনায়ক শোয়েব মালিকের স্ত্রী ও পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদ-এর একটি মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পাকিস্তানের টানা ব্যর্থতা গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৪৬ রানে অলআউট হয়। অথচ শুরুটা ছিল দারুণ—১১.২ ওভারে দলীয় রান উঠেছিল ১০০। কিন্তু হঠাৎ ধস নেমে পুরো দল গুটিয়ে যায়। পরে ভারতের তরুণ ব্যাটার তিলক ভার্মার ঝোড়ো ফিফটিতে ভর করে মাত্র ২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। এর মধ্য দিয়ে ভারত নবমবারের মতো এশিয়া কাপ শিরোপা জয় করে। অন্যদিকে, ২০২২ সালের সেপ্টেম্বরের পর থেকে পাকিস্তান আর কোনো বড় ম্যাচ জিততে পারেনি। শুধু এবারের এশিয়া কাপেই তারা হেরেছে তিনবার। সানা জাভেদের মন্তব্যে ঝড় ফাইনালের পরপরই সানা জাভেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা ছিল—
“যদি আজ শোয়েব মালিক পাকিস্তান দলে থাকত, তার অভিজ্ঞতা পুরো দল এবং সংশ্লিষ্ট সবার জন্য আলোকবর্তিকা হতে পারত। দলকে সাহস জোগানো এবং জয়ের প্রেরণা পেতে মাঠে কেবল তার উপস্থিতিই যথেষ্ট।”
এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের বড় একটি অংশ মন্তব্যটিকে শোয়েব মালিককে ‘নিজেই নিজের প্রশংসা’ করার কৌশল বলে বিদ্রূপ করতে শুরু করে। অনেকে খোঁচা দিয়ে লেখেন, “এটা শোয়েব মালিকের নিজের লেখা মনে হচ্ছে।” সমালোচনার পর ব্যাখ্যা প্রচণ্ড সমালোচনার মুখে ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে পরবর্তী সময়ে আবার নতুন পোস্টে ব্যাখ্যা দেওয়া হয়। সেখানে বলা হয়— “আমি শোয়েব মালিকের উপস্থিতি দলে অপরিহার্য এমন কিছু বলতে চাইনি। আসলে বলতে চেয়েছি, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান কিংবা কোনো সিনিয়র খেলোয়াড়ের অভিজ্ঞতা তরুণদের জন্য দরকার। তাদের নির্দেশনা ও মানসিক সাহসই বড় ম্যাচে দলকে এগিয়ে নিতে সাহায্য করে।” এবার বললেন—‘ভুয়া অ্যাকাউন্ট’ তবে এখানেই শেষ নয়। সমালোচনা থামার আগেই গতকাল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সানা জাভেদ দাবি করেন, সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টটি আসলে ভুয়া। তিনি লেখেন— “অ্যালার্ট! এটি একটি ভুয়া পেজ। আমি জানি না কীভাবে এটি ভেরিফাইড হলো। এই অ্যাকাউন্ট থেকে দেওয়া যেকোনো পোস্ট বা মন্তব্যের কারণে বিভ্রান্ত হবেন না। আমি ইতোমধ্যে কর্তৃপক্ষকে জানিয়েছি এবং শিগগিরই ভুয়া পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় সানা-শোয়েব উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন শোয়েব মালিক। এর মধ্য দিয়ে ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটে। তখনও পাকিস্তান ও ভারতীয় গণমাধ্যমে শোয়েব মালিক ও সানা জাভেদের বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এমনকি মালিকের পরিবারও এ সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিল বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সমালোচনার কেন্দ্রবিন্দু এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের হারের হতাশা যেমন বড় আঘাত দিয়েছে, তার চেয়েও বড় বিতর্কের জন্ম দিয়েছে শোয়েব মালিকপত্নীর এই বক্তব্য। ভুয়া অ্যাকাউন্ট নাকি সত্যিই সানার লেখা—তা নিয়ে এখনো চলছে আলোচনা। তবে যা-ই হোক, পাকিস্তানের ব্যর্থতার সঙ্গে যোগ হলো আরেকটি অপ্রত্যাশিত নাটকীয়তা।