মৌকে দেখে পালালেন পরীমণি, জানালেন অজানা গল্প

বিনোদন ডেস্ক

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি কাজের চেয়ে ব্যক্তিজীবনের কারণেই বেশি শিরোনামে থাকেন। ভক্তরাও তার ব্যক্তিজীবন নিয়ে বরাবরই কৌতূহলী। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে হাজির হয়ে তিনি শোনালেন তার জীবনের একেবারে অজানা কিছু ঘটনা।

পডকাস্টে পরীমণি জানান, ছোটবেলায় নাচ শেখার জন্য একটি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই প্রথমবারের মতো কাছ থেকে দেখেন দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে। তাকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ভয়ে-লজ্জায় ক্লাস ছেড়ে সেখান থেকে পালিয়ে যান। এরপর আর কোনোদিন সেই ক্লাসে ফেরেননি বলেও জানান নায়িকা।

প্রায় ১০০ মিনিটব্যাপী এই পডকাস্টে পরীমণি শুধু শৈশব নয়, ব্যক্তিজীবনের নানা অজানা গল্পও তুলে ধরেন। তিনি বলেন, এখন আর আগের মতো হুট করে কোনো সিদ্ধান্ত নেন না। অনেক ভেবেচিন্তে কাজ করেন। আর এই পরিবর্তনের মূল কারণ তার দুই সন্তান—পুণ্য ও প্রিয়ম। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তিনি এখন নিয়মিত সঞ্চয় করেন, যা আগে কখনোই তার অভ্যাসে ছিল না।

মজার ছলে তিনি আরও বলেন, “আমি এখন পুণ্য আর প্রিয়মের মা। তবে স্বপ্ন দেখি আরও ৯৮টি বাচ্চার মা হওয়ার। মোট ১০০ সন্তানকে নিজের হাতে মানুষ করতে চাই।”

এই বিশেষ পর্বটি নির্মাণ করেছেন রুম্মান রশীদ খান। আগামী শনিবার রাত ৯টায় এটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। দর্শক-শ্রোতাদের জন্য পরীমণির জীবনের অনেক না বলা গল্প উন্মোচিত হবে এই অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি