
স্পোর্টস ডেস্ক
বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালকে আবারও ইনজুরির সমস্যায় পড়তে হয়েছে। চোট থেকে দ্রুত সেরে উঠে সম্প্রতি দুই ম্যাচ খেলতে সক্ষম হলেও চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে খেলার পর কুঁচকির পুরোনো চোট ফের মাথাচাড়া দিয়েছে। ফলে আগামী ফিফা উইন্ডোতে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে পাওয়া যাবে না।

স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে শুক্রবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন, যার কয়েক ঘন্টা পরেই বার্সেলোনা একটি বিবৃতিতে ইয়ামালের চোটের কথা জানায়। বিবৃতিতে বলা হয়েছে, পিউবিক হাড়ে অস্বস্তির কারণে ইয়ামালকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
ইনজুরির কারণে বার্সেলোনার হয়ে ভ্যালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রেয়াল ওবিয়েদোর বিপক্ষে মাঠে নামতে পারেননি ইয়ামাল। চোট কাটিয়ে গত সপ্তাহে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে ফেরেন তিনি এবং সর্বশেষ বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে পুরো সময় খেলেন। তবে এবার নতুন সমস্যার কারণে আগামী রোববার লা লিগায় সেভিয়ার বিপক্ষে তাকে পাওয়া যাবে না।
এরপরও জিরোনা (১৮ অক্টোবর) ও অলিম্পিয়াকোস (২১ অক্টোবর) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও তার খেলার সম্ভাবনা কম। প্রত্যাশিত সময়ে সেরে উঠলে ২৬ অক্টোবর মৌসুমের প্রথম ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে ফিরতে পারেন ইয়ামাল। বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক এবং স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের মধ্যে ইয়ামালের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি নিয়ে আগেও টানাপোড়েন দেখা গেছে। ফ্লিক অভিযোগ করেছিলেন, অসুস্থ অবস্থাতেও ইয়ামালকে খেলানো হয়েছিল। দে লা ফুয়েন্তে ইঙ্গিত দিয়েছেন, খেলোয়াড়কে অপ্রস্তুত অবস্থায় খেলানো ভবিষ্যতে তার ক্যারিয়ারে ঝুঁকি ডেকে আনতে পারে।
১৮ বছর বয়সী ইয়ামাল এখনো তরুণ হলেও বার্সেলোনার আক্রমণভাগের মূল ভরসা হিসেবে উঠে এসেছেন। ব্যস্ত সূচিতে তার অনুপস্থিতি ক্লাব ও জাতীয় দলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে।
https://shorturl.fm/CiOJZ
https://shorturl.fm/Acy2t
https://shorturl.fm/pmEfT
oeuknu
https://shorturl.fm/CG8c6
cixg3j
gbxorz
fybdas