সাভারে মিথ্যা মামলায় সাংবাদিক কাজী দেলোয়ার হোসেনকে আসামি করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সাভারে মিথ্যা ও বানোয়াট মামলায় সাংবাদিক কাজী দেলোয়ার হোসেনকে আসামি করার অভিযোগ উঠেছে।
গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সাভার মডেল থানায় মামলা নং ৭২ দায়ের করা হয়। মামলার বাদী আলী রেজা রাজু, যিনি নিজেকে দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে অভিযোগ করেন। অভিযোগের সঠিক তদন্ত ছাড়াই সাংবাদিক কাজী দেলোয়ার হোসেনকে মামলার ৬ নম্বর আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সাংবাদিক কাজী দেলোয়ার হোসেন বলেন,

“মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আপনারা তদন্ত করে সত্যতা যাচাই করুন। আমি দৈনিক মুক্ত খবর পত্রিকার একজন সাংবাদিক—এই পরিচয় গোপন রেখে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে।”
তিনি আরও বলেন,
“কোনো তদন্ত ছাড়াই আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি প্রশাসন ও গণমাধ্যমের সহকর্মীদের প্রতি অনুরোধ করছি, বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হোক এবং প্রকৃত সত্য উদঘাটন করা হোক।”
সাংবাদিক দেলোয়ারের দাবি,
“দৈনিক যায়যায়দিনের নাম ব্যবহার করে আলী রেজা রাজু প্রভাব খাটিয়ে থানার কর্মকর্তাদের মাধ্যমে এই মামলাটি রুজু করান।”

অন্যদিকে, অফিস সূত্রে জানা যায়,
“আলী রেজা রাজু নামে সাভার-আশুলিয়া অঞ্চলে কোনো প্রতিনিধি নেই। তিনি পত্রিকার নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্মে জড়িত রয়েছেন। এ বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
দেলোয়ার হোসেন আরও জানান,
“মামলার এজাহারে বলা হয়েছে, আমার ফেসবুক আইডি থেকে বাদীর বিবস্ত্র ছবি বা ভিডিও পোস্ট করা হয়েছে। অথচ আমার আইডি থেকে এমন কিছু কখনোই প্রকাশ করা হয়নি। ভিডিওটি ফরেনসিক পরীক্ষায় পাঠালে বোঝা যাবে এটি কোথায় ও কবে ধারণ করা হয়েছে।”
তিনি প্রশাসনের প্রতি অনুরোধ করে বলেন,
“৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আমি কোথায় ছিলাম তা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সহজেই জানা সম্ভব। তদন্তের স্বার্থে আমার ব্যবহৃত নম্বরটি (০১৬১১৬০৪৬৫৪) দিচ্ছি।”
শেষে তিনি বলেন,
“এই ষড়যন্ত্রমূলক মামলার ন্যায়বিচার চাই। সাংবাদিকদের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই এ ধরনের হয়রানি বন্ধ করা জরুরি।”
এদিকে সাভার উপজেলা গণমাধ্যমকর্মীরা এক বিবৃতিতে এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন—
“সাংবাদিকদের হয়রানি বন্ধে প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত।”

5 thoughts on “সাভারে মিথ্যা মামলায় সাংবাদিক কাজী দেলোয়ার হোসেনকে আসামি করার অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি