
জলাশ পাহান
নওগাঁ (পোরশা)
নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের জীবনে স্বাবলম্বীতার নতুন আলো জ্বালাতে সরকারি সহায়তায় বিতরণ করা হলো ছাগী। ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপজেলার ২০০ জন প্রান্তিক সুফলভোগীর হাতে তুলে দেওয়া হয় ছাগী—যা হতে পারে তাদের অর্থনৈতিক মুক্তির এক নতুন দিগন্ত।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। তিনি বলেন, “প্রকৃত উন্নয়ন তখনই সফল, যখন সমাজের শেষ প্রান্তের মানুষটির মুখেও হাসি ফোটে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

ছাগী হাতে পেয়ে খুশি সুফলভোগীরা বলেন—এ যেন তাদের জীবনের নতুন এক যাত্রা শুরু। যারা কখনও পশু পালনের কথা ভাবেননি, আজ তারা ভবিষ্যতের স্বপ্ন বুনছেন ছাগল দিয়ে।
এই উদ্যোগ শুধু ছাগল বিতরণ নয়, বরং একটি মানবিক বিনিয়োগ—যার লক্ষ্য একটি টেকসই, সম্মানজনক ও উন্নত জীবনধারার সূচনা।
bbcgsx
5crgvc
https://shorturl.fm/yyPFC