এস,এম বাদল
কুষ্টিয়া প্রতিনিধি
দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর নব কুষ্টিয়ানির্বাচিত পরিচালক মোঃ আক্তারুজ্জামান কাজল মাজমাদার-কে এক অনাড়ম্বর কিন্তু হৃদয়গ্রাহী সংবর্ধনা দেওয়া হয় সোমবার (৬ অক্টোবর) রাতে কুষ্টিয়া আদর্শ লাইব্রেরী প্রাঙ্গণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পরিচালক মোঃ আক্তারুজ্জামান কাজল মাজমাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আদর্শ লাইব্রেরীর সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন খোকন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া আদর্শ লাইব্রেরীর সভাপতি এ.কে.এম আশরাফুল ইসলাম লিটন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম শাহীন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক পদে নির্বাচিত হতে পেরে আমি আমার এলাকার সকল জনসাধারণকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। কারণ, তারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন বলেই আমি নির্বাচনে জয়লাভ করতে পেরেছি। এ জয় শুধু আমার একার নয় — এটি আমার এলাকার জনসাধারণের বিজয়।”
তিনি আরও বলেন, “আমি কুষ্টিয়া বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতা হিসেবে সবসময় দল ও জনগণের পাশে থেকেছি এবং থাকব। আমার নেতৃত্বে ইনশাআল্লাহ বিএনপি ভবিষ্যতে বিপুল ভোটে জয়লাভ করবে এমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসী। ব্যবসায়ীদের উদ্দেশে কাজল মাজমাদার বলেন, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সৎ ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও কুষ্টিয়ার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করাই হবে আমার অঙ্গীকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ আক্তারুজ্জামান কাজল মাজমাদার কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজের এক নিবেদিতপ্রাণ ও সততার প্রতীক। তাঁর নেতৃত্বে জেলার ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া আদর্শ লাইব্রেরীর সদস্যবৃন্দ, স্থানীয় বিশিষ্ট নাগরিক, ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত পরিচালক মোঃ আক্তারুজ্জামান কাজল মাজমাদার-কে ক্রেস্ট প্রদান করা হয় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর সফল মেয়াদ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/