পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের পূর্ব বীরপাশা ২নং ওয়ার্ডে সুদ ব্যবসা, প্রতারণা ও মিথ্যা মামলার অভিযোগে স্থানীয় গ্রামবাসীরা এক প্রতিবাদী মানববন্ধন করেছেন। সোমবার সকাল ১১ টার দিকে পূর্ব বীরপাশা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
গ্রামবাসীরা অভিযোগ করেন, স্থানীয় মো. শাজাহান হাওলাদার, তার জামাতা কামরুল হাসান ওয়াদুদ এবং মেয়ে মোসা. মুক্তা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় সুদের কারবার ও প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করে আসছেন। তারা অসহায় ও দরিদ্র মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সুদের নামে টাকা দেন এবং পরবর্তীতে সেই টাকার কয়েকগুণ আদায় করেন। কেউ পরিশোধে অক্ষম হলে জোরপূর্বক তাদের জমি, ঘরবাড়ি ও সম্পদ কেড়ে নেন।
গ্রামবাসীরা আরও জানান, বিদ্যুতের মিটার দেওয়ার কথা বলে ওই পরিবার বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া জায়গা-জমি নিয়ে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানি করে নিঃস্ব করে দিয়েছেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, “বছরের পর বছর এই চক্রের অত্যাচার আমরা সহ্য করেছি। আজ গ্রামের সব মানুষ একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই সুদখোর চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং অসহায় মানুষের টাকা ফেরত দেওয়া হোক।” স্থানীয়রা সতর্ক করে বলেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/