
মোঃ গোলাম মোস্তফা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ তিনটি পরিবারের চিকিৎসার জন্য ৪৪ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। গতকাল সোমবার ( ৬ অক্টোবর)ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০ নং শেরপুর ইউনিয়নের মানবকল্যাণমুখী সেবা মূলক সংগঠন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ গতকাল তিনটি অসহায় পরিবারের চিকিৎসার জন্য ৪৪,০০০/-টাকা অনুদান সহায়তা প্রদান করেন।

প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জনাব তোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আতিকুর রহমান তৌফিক সাহেব ১০ নং শেরপুর ইউনিয়নের অসহায় তিনটি পরিবারের হাতে এই আর্থিক অনুদানের টাকা তুলে দেন। পরিবারগুলো আর্থিক অনুদানের টাকা পেয়ে মহা খুশি হয়েছে। প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবদী পর্যন্ত ১০ নং শেরপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও অসহায় পরিবারগুলোর জন্য সেবা মূলক কাজ করে আসছে।
https://shorturl.fm/pisbR
https://shorturl.fm/vjOQg
https://shorturl.fm/awbVT
https://shorturl.fm/ONNQs
https://shorturl.fm/fwEnj
https://shorturl.fm/nwoXx
https://shorturl.fm/7Fdg3
https://shorturl.fm/isUFe
https://shorturl.fm/Pbhvv