
এ.বি.এম.হাবিব
নওগাঁ প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুন্ডে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশন এর ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক পারভেজ রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হামলার ঘটনায় প্রতিবাদ ও দ্রুত গ্রেফতারের দাবি
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের আয়োজনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নওগাঁ জেলা সভাপতি মোফাজ্জল হোসেন, বিজয় টিভির জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, জাতীয় দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার এ.বি.এম.হাবিবুর রহমান হাবিব, জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আশরাফুল নয়ন, বাংলা টিভির জেলা প্রতিনিধি সবুজ হোসাইনসহ নওগাঁর অন্যান্য সাংবাদিকরা।

সন্ত্রাসী হামলার নিন্দা
বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সীতাকুন্ডে চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা করে। হামলার ফলে ক্যামেরা ভাঙচুর এবং অন্যান্য সরঞ্জাম ছিনতাই করা হয়। ঘটনার পর পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার না করায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সাংবাদিকদের সুরক্ষা ও ন্যায়বিচার দাবি
সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, “সাংবাদিকরা জনগণের স্বার্থ রক্ষায় তথ্য সংগ্রহ করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। দুর্নীতির বিরুদ্ধে কলম ধরলে নানা রকম হেনস্তা হতে হচ্ছে। সাংবাদিকদের ওপর হামলার পরও সরকারের নিরব ভূমিকা প্রশ্নবিদ্ধ।”
সাপ্তাহিক প্রজন্মের আলো সম্পাদক আব্দুর রহমান রিজভী বলেন, “সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি বন্ধ করতে হবে, আর দুর্নীতির বিরুদ্ধে কলম ধরলে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা দরকার।”

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বক্তারা আরও বলেন, “শুধু হামলাকারীদের গ্রেফতার করলেই হবে না, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হামলা করার সাহস না পায় কেউ।”
মানববন্ধন শেষে সাংবাদিকরা এক যৌথ বিবৃতিতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা, যা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হবে।
5zwmd2
https://shorturl.fm/yByY7