প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৪:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ২:৪৭ পি.এম
সাংবাদিকের ওপর হামলাকারীদের কোনো ছাড় নয়: কুষ্টিয়া প্রেসক্লাবের হুঁশিয়ারি
এস,এম বাদল কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রেসক্লাব চত্বরে সাংবাদিক রফিকুল্লাহ কালবীর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় উত্তপ্ত কুষ্টিয়ার সাংবাদিক মহল। আহত রফিকুল্লাহ বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে কুষ্টিয়া মডেল থানায়। মামলার প্রধান আসামি হিসেবে নাম এসেছে খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং ভয়েজ অফ কুষ্টিয়া নামক ফেসবুক পেজের মালিক মুন্সী শাহীন আহমেদ জুয়েলের।
বুধবার (৯ অক্টোবর) রাতে কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী পরিষদের এক জরুরি সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ জানিয়ে দেন—এই হামলার ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। হামলার সঙ্গে জড়িত যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
তিন সদস্য সাময়িকভাবে বহিষ্কার, তদন্ত কমিটি গঠন সভায় সিদ্ধান্ত অনুযায়ী, কুষ্টিয়া প্রেসক্লাবের তিন সদস্যের সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তারা হলেন:
মুন্সী শাহীন আহমেদ জুয়েল – ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক খবরওয়ালা
আমিন হাসান – কুষ্টিয়া প্রতিনিধি, দৈনিক ট্রাইব্যুনাল
সামিউল আজিম সনি আজিম – কুষ্টিয়া প্রতিনিধি, দৈনিক যায়যায়দিন ও গ্লোবাল টিভি এছাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্তদের কাছে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। শোকজের জবাবের ভিত্তিতে স্থায়ী বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্লাবের নেতাদের বক্তব্য ও প্রশাসনের প্রতি আহ্বান সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর। উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক এ এম জুবায়েদ রিপন, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সহ-সভাপতি নুরুন্নবী বাবু, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্তসহ প্রেসক্লাবের নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা। নেতৃবৃন্দ বলেন, “ক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘন করে এমন জঘন্য ঘটনায় প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের অপরাধে কোনো প্রকার আপস করা হবে না।” তারা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। ঘটনার প্রেক্ষাপট গত সোমবার (৭ অক্টোবর) রাতে সাংবাদিক ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর রফিকুল্লাহ কালবীর ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। তার বিরুদ্ধে হামলার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে কুষ্টিয়া প্রেসক্লাবের তিনজন সদস্য রয়েছেন। সাংবাদিক সমাজের দাবি—দৃষ্টান্তমূলক শাস্তি এ হামলার ঘটনায় সাংবাদিক মহল ও পেশাজীবী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা সকলেই দাবি তুলেছেন—গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কুষ্টিয়া প্রেসক্লাব জানিয়েছে, প্রয়োজনে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তে সব ধরনের সহযোগিতা করবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে সর্বাত্মক ভূমিকা রাখবে।