পোরশায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

জলাশ পাহান
নওগাঁর প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল ও গেইন বাংলাদেশের সহযোগিতায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং পুষ্টি কমিটির সদস্য সচিব ডা. আব্দুল্লাহ আল মামুন।

সভায় মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন গেইন বাংলাদেশের প্রতিনিধি ডা. মনির হোসেন। এছাড়া কারিতাস রাজশাহী অঞ্চলের প্রকল্প ব্যবস্থাপক মো. আবুল বাশার, আনন্দ মিশন খাঁ খাঁ—ভারপ্রাপ্ত উপজেলা ম্যানেজার, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. রস্তম আলী ও মোসা. কুলসুম আলোচনায় অংশ নেন।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, কারিতাসের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আবুল বাসার মোল্লা, প্রতিটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পুষ্টি উন্নয়নে সরকারি ও বেসরকারি সকল অংশীজনের সমন্বিত উদ্যোগই পারে টেকসই অগ্রগতি নিশ্চিত করতে।

One thought on “পোরশায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি