দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, নতুন বাংলাদেশে ১৯৭২ সালের বাকশালী ব্যবস্থা পুনরায় চালু করার কোনো প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না। তিনি অবিলম্বে ‘জুলাই সনদ’ কার্যকর করার দাবি জানিয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আল্লামা মামুনুল হক বলেন, “জুলাই সনদই বাংলার মানুষের মুক্তির সনদ। অবিলম্বে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এই সনদ কার্যকর করতে হবে। এরপর জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “আমরা জুলাই সনদ কার্যকর করে সেই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন আয়োজন করতে চাই। বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই সনদসহ পাঁচ দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে।”
কর্মিসভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই সনদ কার্যকর না করে যদি আবারও ১৯৭২ সালের বাকশালী ব্যবস্থার দিকে ফিরে যাওয়ার চেষ্টা করা হয়, খেলাফত মজলিস রাজপথে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলবে—ইনশাল্লাহ।”
সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার পাঁচটি আসনে খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/