চট্টগ্রাম ব্যুরো
দি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ও কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর বলেছেন, “সাংবাদিকের দায়িত্ব হলো সাদাকে সাদা, কালোকে কালো বলা—সেই চর্চা এখন অনেকটাই হারিয়ে যাচ্ছে। লেখনির মধ্য দিয়ে সত্যকে ধারণ করতে না পারলে সাংবাদিকতা অর্থহীন হয়ে পড়ে।” শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রয়াত সাংবাদিক মো. মাহবুব উল আলম, বীর মুক্তিযোদ্ধা সাবের আহমেদ আসগারী ও বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওসমান গণি মনসুর আরও বলেন, “একসময় কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থে প্রেস ক্লাবটিকে কুক্ষিগত করে রেখেছিল—যা কোনো সভ্য সমাজে কাম্য নয়। গত কয়েক বছরে এমন সময় এসেছে, যখন সাংবাদিকরা উপহাসের পাত্রে পরিণত হয়েছিলেন।” তিনি বলেন, “ষাটের দশকে ফিল্ড মার্শাল আইয়ুব খান চট্টগ্রাম প্রেস ক্লাব উদ্বোধন করেছিলেন। পরে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদও এখানে আসতে চেয়েছিলেন, যদিও তা সম্ভব হয়নি। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে এসেছিলেন—আমি তখন তাঁর ছবি তুলেছিলাম। ছবি তুলতে গেলে জিয়াউর রহমান আমাকে বলেছিলেন, ‘খাওয়ার ছবি নয়, কাজের ছবি তোলো।’ এই বাক্যটি আমার সাংবাদিক জীবনের প্রেরণার উৎস হয়ে আছে।”
বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকদের অবদান স্মরণ
সভায় বক্তারা বলেন, প্রয়াত সাবের আহমেদ আসগারী ছিলেন মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ২৬ মার্চ ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন—সেই ঘোষণাপত্রের খসড়া লেখার দায়িত্বে ছিলেন আসগারী। পরবর্তীতে এ কে খান ও এম এ হান্নান তা সংশোধন করেন।
বক্তারা জানান, আসগারী তাঁর জীবদ্দশায় মুক্তিযুদ্ধভিত্তিক একটি বই রচনা করেছিলেন এবং মৃত্যুর আগে সুহৃদ বন্ধুদের বইটি মৃত্যুর পর প্রকাশের অনুরোধ জানিয়েছিলেন। বক্তারা তাঁর পরিবারের প্রতি আহ্বান জানান—বইটি প্রকাশের উদ্যোগ নিলে চট্টগ্রাম প্রেস ক্লাব সর্বাত্মক সহযোগিতা করবে।
তাঁরা বলেন, প্রয়াত মাহবুব উল আলম, সাবের আহমেদ আসগারী ও নিজাম উদ্দিন আহমদ ছিলেন সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও সমাজমনস্ক সাংবাদিক। তাঁরা পেশার সততা ও রাষ্ট্রের স্বার্থে সাংবাদিকতা করেছেন—যা আজকের প্রজন্মের জন্য অনুকরণীয়।
দোয়া মাহফিল ও সভাপতিত্ব
স্মরণসভা ও দোয়া মাহফিলের শুরুতে প্রয়াত তিন সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহ আনিছ জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং সঞ্চালনা করেন গোলাম মওলা মুরাদ। সভায় আরও বক্তব্য রাখেন মুস্তফা নঈম, মাঈনুদ্দিন কাদেরী সওকত, শহিদুল ইসলাম, শাহনেওয়াজ রিটন, মাহবুবুল মওলা রিপন, ফারুক মুনির, হাসান মুকুল, সোহাগ কুমার বিশ্বাস, মাহবুবুর রহমান, কামরুল হুদা, জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ আজাদ প্রমুখ।
সংবাদ সারাংশ:
চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় ওসমান গণি মনসুর বলেন, সাংবাদিকতার মূল আত্মা হলো সত্য বলা ও সত্য লেখা। কিন্তু আজ সেই চর্চা হারিয়ে যাচ্ছে—যা সমাজ ও গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/