
হামিদুল ইসলাম
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসাম উপজেলায় মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে পৌরসভার উদ্যোগে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন হয়। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নের ৬৮ হাজার ৪৩৫ জন শিশু এবং লাকসাম পৌরসভার প্রায় ২১ হাজার শিশু—মোট ৮৯ হাজারের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা।
এ সময় আরও উপস্থিত ছিলেন—

“প্রথম দিনেই উপজেলার ৮টি ইউনিয়নে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৯৫.৭ শতাংশ এবং পৌরসভা এলাকায় ৮৭ শতাংশ শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন,
“টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা বিশেষ করে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। এই রোগ প্রতিরোধে নিরাপদ ও কার্যকর টিসিভি (Typhoid Conjugate Vaccine) এখন চিকিৎসা বিজ্ঞানের একটি আশীর্বাদ।”
তিনি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড থেকে সুরক্ষিত রাখতে এ টিকা গ্রহণের আহ্বান জানান।নিরাপদ টিকা, কার্যকর সুরক্ষা
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, টিসিভি টিকা সম্পূর্ণ নিরাপদ এবং এর কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মাসব্যাপী এই টিকাদান কর্মসূচির মাধ্যমে লাকসাম উপজেলার সব শিশুকে টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত করার লক্ষ্য নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/