প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১২:০৫ এ.এম
বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হলো ৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ
স্পোর্টস রিপোর্টার
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হয়েছে ‘৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ–২০২৫’। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনার স্কোয়াশ কোর্টে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। চার দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত। সারাদেশের ২৫টি প্রতিষ্ঠানের ১৮০ জন প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠান: উদ্বোধন অনুষ্ঠানে বেলুন উড়িয়ে এবং টুর্নামেন্টের জার্সি উন্মোচনের মাধ্যমে চ্যাম্পিয়নশিপের সূচনা করেন প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন—
বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, এসপিপি,
বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মোহসিনুল করিম, এছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য, কর্মকর্তা, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং অভিভাবকবৃন্দ।
অতিথিদের বক্তব্য : উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, “গত চার বছরে বাংলাদেশে স্কোয়াশ দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে খুব শিগগিরই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্কোয়াশাররা নিজেদের জায়গা তৈরি করবে।” ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম বলেন: “দেশজুড়ে স্কোয়াশের প্রসার, নতুন খেলোয়াড় তৈরি ও খেলার মান উন্নয়নের লক্ষ্যে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য, বাংলাদেশকে আন্তর্জাতিক মানের স্কোয়াশ খেলায় পরিণত করা।” উর্মি গ্রুপের পরিচালক ফায়েজ রহমান বলেন: “স্কোয়াশের উন্নয়ন ও প্রচারে উর্মি গ্রুপ সবসময় পাশে থাকবে। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।” বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মোহসিনুল করিম বলেন: “বসুন্ধরা গ্রুপ মৃত্যুপথযাত্রী স্কোয়াশ খেলাকে পুনরুজ্জীবিত করতে ফেডারেশনের পাশে থাকবে। দেশের তরুণদের আগ্রহ বাড়াতে অবকাঠামোগত সহায়তা অব্যাহত থাকবে।”
দীর্ঘমেয়াদি চুক্তি: উল্লেখ্য, উর্মি গ্রুপ ও তুরাগ অ্যাকটিভ–এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে এ জাতীয় প্রতিযোগিতা পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। খেলার প্রসার বাড়াতে সম্প্রতি বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের মধ্যে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে খেলোয়াড়রা বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের সুবিধা ব্যবহার করতে পারবে এবং বিদেশি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিযোগিতা কাঠামো: ১ অক্টোবর থেকে শুরু হওয়া আঞ্চলিক পর্বে দেশজুড়ে ২৫টি প্রতিষ্ঠানের ১৮০ জন প্রতিযোগী অংশ নেন। সেখান থেকে নির্বাচিত ৮০ জন খেলোয়াড়কে নিয়ে মূল পর্বে শিরোপার লড়াই চলছে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে নয়টি গ্রুপে: উন্মুক্ত পুরুষ, উন্মুক্ত নারী, উন্মুক্ত মেম্বার, ১১ বছরের নিচে, ১২–১৩ বছর, ১৪–১৫ বছর বয়সী ছেলে ও মেয়েদের পৃথক গ্রুপে। চূড়ান্ত পর্বের খেলাগুলো রাউন্ড রবিন লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ফাইনাল ও পুরস্কার বিতরণ: ১৬ অক্টোবর বিকাল ৩টায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইইউবি, মিরপুর আইডিয়াল কমার্স কলেজ, বিএএফ শাহীন কলেজ, মিরপুর বাংলা কলেজ, ভাষানটেক সরকারি কলেজ, শহীদ আনোয়ার কলেজ, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, চট্টগ্রাম ক্লাব, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। উন্মুক্ত বিভাগে প্রতিযোগীরা: উন্মুক্ত পুরুষ গ্রুপে উত্তরা ক্লাবের সুমন ও আরিফ, গুলশান ক্লাবের সৈকত, চট্টগ্রাম ক্লাবের সাইফুল, বিকেএসপির সাইমুন, পারভেজ, আমিনুল, আর্মির রনি, শাহাদাৎ, মাসুম, রাকিব, সাজ্জাত প্রমুখ খেলোয়াড় অংশ নিচ্ছেন। মেয়েদের গ্রুপে আইইউবি’র উর্ধু ও জ্যোতি, শহীদ আনোয়ার কলেজের রাফিয়া, নির্ঝর স্কুলের নাবিলা, উত্তরা পুলিশ কলেজের চাঁদনী সরকারসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা লড়ছেন শিরোপার জন্য।