
মোঃ রাকিবুল ইসলাম
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার ৩নং পানানগর ইউনিয়নের খাস খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব ও প্রধান অতিথি
সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মণ্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
- ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন,
- সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপি নেতা গোলাম মোর্তুজা,
- পুঠিয়া উপজেলা মহিলা দলের নেত্রী ডা. ফারিয়া আঞ্জুম মিষ্টি,
- রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মোঃ কামরুল হাসান।
“ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ‘গণতান্ত্রিক বাংলাদেশ’ প্রতিষ্ঠা সম্ভব। বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তাঁরা আরও বলেন,
“গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয় ঐক্য গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন—
দুর্গাপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি মোঃ মোশারফ হোসেন,
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান,
সাবেক যুবদল নেতা ও ব্যবসায়ী মোঃ আব্দুল শুকুর,
উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস আলী,
এছাড়াও দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রাণবন্ত সমাপ্তি: সভা শেষে দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শেষ হয় আলোচনা সভা।
https://shorturl.fm/pZ2eB
https://shorturl.fm/AopC0
https://shorturl.fm/MXAdv
https://shorturl.fm/NtKGS
https://shorturl.fm/wgPe3
https://shorturl.fm/6Zulg
https://shorturl.fm/2NIqQ
https://shorturl.fm/6Zulg
https://shorturl.fm/dEg4j