বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবসের শুভ উদ্বোধন আজ

এস এম বাদল

অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক মহাসাধক ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস এবার সরকারিভাবে পালিত হতে যাচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী ১ কার্তিক থেকে ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (১৭–১৯ অক্টোবর ২০২৫) পর্যন্ত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন একাডেমির মাজার প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

এছাড়াও জাতীয় পর্যায়ে সারাদেশে একযোগে পালন করা হবে তিরোধান দিবসটি। ঢাকায় ২ কার্তিক (১৮ অক্টোবর) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে বিশেষ লালন উৎসবের, যেখানে অংশ নেবেন দেশবরেণ্য শিল্পী, গবেষক ও সাধকবৃন্দ।
উৎসব চলবে তিন দিনব্যাপী—লালন একাডেমির মাজার প্রাঙ্গণ ভরে উঠবে ভাবগীতি, দর্শনচর্চা, আখড়ার আলাপ, বাউল গানের সুর এবং মাটির গন্ধে। দিনভর লালনের গান পরিবেশন করবেন সারাদেশ থেকে আগত বাউল-ফকিররা। এর মধ্যে থাকবেন টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ অনেকেই।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, লালন ব্যান্ড, নীরব এন্ড বাউলস, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ খ্যাতনামা শিল্পী ও সংগীত দল। লালনের গান, দর্শন ও মানবতার বার্তা ধারণ করে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে ভক্ত, সাধক, পাগল-ফকির ও দর্শনার্থীদের ঢল নামবে। আয়োজকরা জানিয়েছেন, উৎসবকালীন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৮৯০ সালের ১৭ অক্টোবর (১লা কার্তিক) কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার নিজ আখড়ায় পরম শান্তিতে মহাসাধক ফকির লালন সাঁই মৃত্যুবরণ করেন। তাঁর জীবনদর্শন ও ভাবজগৎ যুগে যুগে মানবতার বার্তা ছড়িয়ে দিয়েছে বিশ্বব্যাপী।

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—লালনের এই অমর বাণী আজও অনুপ্রেরণা দেয় মানবপ্রেমে উদ্দীপ্ত মানুষকে।মানবতার এই মহোৎসবে যোগ দিতে আপনি যেতে পারেন কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন ধামে বা ঢাকার আয়োজনে—যেখানে মিলবে ভালোবাসা, অসাম্প্রদায়িকতা ও একাত্মতার এক অনন্য অনুভব।

2 thoughts on “বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবসের শুভ উদ্বোধন আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি