“দৈনিক আমাদের দিন” পত্রিকার কার্যালয় ও খুলনা বিভাগীয় প্রেসক্লাবের অফিস উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি

“**সত্য প্রকাশে সাহস**” — এই মূলমন্ত্রকে ধারণ করে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নতুন দৈনিক পত্রিকা **“দৈনিক আমাদের দিন”**।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দৌলতপুরে পত্রিকাটির **প্রধান কার্যালয় ও খুলনা বিভাগীয় প্রেসক্লাবের অফিসের শুভ উদ্বোধন** অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বক্তব্য
অনুষ্ঠানে **প্রধান অতিথি** হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) **প্রদীপ কুমার দাশ**।
তিনি বলেন,
> “একটি নিরপেক্ষ ও সাহসী সংবাদপত্র সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। আশা করি ‘দৈনিক আমাদের দিন’ সত্য, ন্যায় ও জনগণের অধিকারের পক্ষে নির্ভীকভাবে কাজ করবে।”

বিশেষ অতিথিবৃন্দ
**বিশেষ অতিথি** হিসেবে উপস্থিত ছিলেন—
* দৌলতপুর থানার অফিসার ইনচার্জ **মো. সোলাইমান শেখ**
* **বিআরপি কমিউনিটি প্রোটেকশন লিগ্যাল এইড**-এর চেয়ারম্যান **মো. নুরুল হক**


সভাপতির বক্তব্য
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন **বিএম শাহ্ আলম**, সম্পাদক, *দৈনিক আমাদের দিন*।
তিনি বলেন,
> “আমরা কোনো পক্ষের নই — আমরা সত্যের পক্ষে। সমাজের সাধারণ মানুষের কণ্ঠস্বরই হবে এই পত্রিকার আসল শক্তি। ‘দৈনিক আমাদের দিন’ হবে নিরপেক্ষ সাংবাদিকতার এক নতুন দিগন্ত।”
অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
* **পারভেজ মাজমাদার**, সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় প্রেসক্লাব
* **সোহেল খন্দকার**, সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় প্রেসক্লাব (কুষ্টিয়া জেলা শাখা)
* **মো. অহিদুল ইসলাম নেন্টু মোল্লা**, সভাপতি, দৌলতপুর উপজেলা শাখা ও সহ-সভাপতি, খুলনা বিভাগীয় প্রেসক্লাব দৌলতপুর শাখা
* **মো. জনিরুল ইসলাম**, সহ-সভাপতি, দৌলতপুর উপজেলা শাখা
* **মো. শিশির আলী**, সাধারণ সম্পাদক
* **মো. রনি**, সাংগঠনিক সম্পাদক
* **মো. বাপ্পি**, তথ্য ও গবেষণা সম্পাদক
এছাড়া অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধন ও অনুষ্ঠান পরিবেশ
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ **কেক কেটে “দৈনিক আমাদের দিন”-এর আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন**।
এ সময় বক্তারা বলেন,
> “স্বাধীন সাংবাদিকতা ও নির্ভীক সংবাদ প্রকাশের মাধ্যমে এই পত্রিকা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বয়ে আনবে। ‘দৈনিক আমাদের দিন’ হোক সত্য, ন্যায় ও জনগণের কণ্ঠস্বর।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন উদ্যোগটির সফলতা কামনা করেন এবং স্বাধীন গণমাধ্যমের বিকাশে এ পত্রিকার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পুরো অনুষ্ঠানস্থল সাংবাদিক, নাগরিক ও অতিথিদের উপস্থিতিতে **প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে** মুখরিত হয়ে ওঠে।

সারসংক্ষেপে
**আয়োজক:** দৈনিক আমাদের দিন ও খুলনা বিভাগীয় প্রেসক্লাব
**স্থান:** দৌলতপুর, কুষ্টিয়া
**তারিখ:** বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
**মূল বার্তা:** নিরপেক্ষ সাংবাদিকতা ও জনগণের কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব

One thought on ““দৈনিক আমাদের দিন” পত্রিকার কার্যালয় ও খুলনা বিভাগীয় প্রেসক্লাবের অফিস উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি