
নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকালে ঢকা২৪নিউজের সম্পাদক ও সাংবাদিক মোঃ জাকির হোসেনের মা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) চক্ষু অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাবেন।
গত কয়েক মাস ধরে তিনি চোখের জটিল সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে আজ সকাল ৯টার দিকে তাঁর চোখে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সম্পাদক মোঃ জাকির হোসেন তাঁর মায়ের সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য দেশবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন। তিনি বলেন,
“আমার মায়ের চক্ষু অস্ত্রোপচার আজ সকাল ৯টায় সম্পন্ন হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন—এই দোয়া চাই সকলের কাছে।”
পারিবারিক সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার শেষে কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে।
পরিবার, সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা সকলের কাছে তাঁর মায়ের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।