
স্পোর্টস ডেস্ক
লাতিন আমেরিকা থেকে ইউরোপ, ইউরোপ থেকে এশিয়া — এরপর আবারও নিজ দেশে ফিরে গিয়েছিলেন নেইমার দা সিলভা। ব্রাজিলের ক্লাব সান্তোসে যোগ দিয়ে শৈশবের স্মৃতিতে ফিরেছিলেন একসময়ের এই বার্সেলোনা ও পিএসজি তারকা। তবে এবার আবারও নতুন গন্তব্যে পা বাড়াতে যাচ্ছেন তিনি — ফিরছেন ইউরোপে!

সান্তোসে ফেরার পর থেকেই ইউরোপে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন নেইমার। ফুটবল দুনিয়ার নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান এবং নাপোলির সঙ্গে আলোচনায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তি চলতি বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে। ফলে আগামী জানুয়ারি থেকে তিনি ফ্রি এজেন্ট হিসেবে যে কোনো ক্লাবের সঙ্গে আলোচনা করতে পারবেন। ইতোমধ্যে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব তার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো।
নেইমারের প্রতিনিধি পিনি জাহাভি ইতোমধ্যেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় নেমেছেন। গত গ্রীষ্মে যেসব দল নেইমারের প্রতি আগ্রহ দেখায়নি, তারাও এখন নতুনভাবে ভাবছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে টানার বিষয়ে। চোটমুক্ত হওয়ার পর নেইমারের ফিটনেস ও অনুপ্রেরণা দুটোই এখন আগের চেয়ে অনেক ভালো। সামনে ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে আবারও জাতীয় দলে ফেরার আশা করছেন তিনি। সে লক্ষ্যেই ইউরোপে ফিরে এসে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে চান এই তারকা ফরোয়ার্ড।
সবকিছু ঠিক থাকলে, ইন্টার মিলান বা নাপোলির জার্সিতে আগামী মৌসুমেই দেখা যেতে পারে নেইমারকে — এমনটাই ইঙ্গিত দিচ্ছে ফুটবল দুনিয়া।
https://shorturl.fm/njcqU
https://shorturl.fm/WAE9v
https://shorturl.fm/xSvQg
https://shorturl.fm/Fp2tp
https://shorturl.fm/EbtaM