মোঃ মাহাথীর ভূঁইয়া
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক অজ্ঞাত যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই এলাকায় এক যুবককে ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করে ধরে ফেলে স্থানীয়রা।

পরে তারা তার হাত-পা বেঁধে বেদম মারধর করে এবং শরীরে লবণ ছিটিয়ে দেয়। এতে যুবকটি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, “নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের ধারণা, গণপিটুনির ঘটনাটি কোনো গুজব বা ভুল বোঝাবুঝির জেরে ঘটতে পারে। এলাকাজুড়ে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
https://shorturl.fm/TYaFf
https://shorturl.fm/XqhBX
https://shorturl.fm/oBGH3
https://shorturl.fm/1UsyI
https://shorturl.fm/LrLS2
https://shorturl.fm/AXBcb