

মোঃ জাকির হোসেন
দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মরহুম শিপন আহমেদ-এর স্মরণে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এশার নামাজের পর রাজধানীর একটি মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক সরেজমিন বার্তা-এর সিনিয়র ফটো সাংবাদিক এইচ. এম. আমজাদ হোসেন মোল্লা।
অনুষ্ঠানে মরহুম শিপন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ শাহ পরান। দোয়ায় সাংবাদিক সমাজের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লিরাও অংশগ্রহণ করেন।
উক্ত আয়োজনে সহকর্মী সাংবাদিকরা মরহুম শিপন আহমেদের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, কর্মনিষ্ঠ ও সত্যনিষ্ঠ একজন সাংবাদিক। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
মিলাদ ও দোয়া শেষে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং উপস্থিত সবাই মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

উল্লেখ্য, ফটো সাংবাদিক শিপন আহমেদ দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তাঁর ক্যামেরায় উঠে এসেছে সমাজের নানা চিত্র, মানুষের জীবনের গল্প ও সংবাদচিত্রের অনন্য বাস্তবতা। সাংবাদিক মহলে তিনি সততা, আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য ছিলেন অত্যন্ত প্রিয়।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/