
স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসির জোড়া গোলে দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকার (এমএলএস) কাপের প্রথম রাউন্ডের প্লে-অফে ন্যাশভিল এসসিকে ৩–১ গোলে পরাজিত করে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল মায়ামি।
মেসির পাশাপাশি দলের হয়ে গোল করেন তাদেও আলেন্দে।
সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় মাঠে নামেন আর্জেন্টাইন তারকা, যিনি নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছেন। পুরস্কার হাতে পাওয়ার পরের ম্যাচেই যেন তিনি প্রমাণ করলেন কেন তিনি এখনও অপ্রতিরোধ্য।
ম্যাচের ১৯তম মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ডাইভিং হেডে গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি (১–০)।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি। ৬২তম মিনিটে ইয়ান ফ্রের ক্রসে হেড করে গোল করেন আলেন্দে, ব্যবধান বাড়ে ২–০ তে।

ইনজুরি টাইমে আবারও আলো ছড়ান মেসি। ৯০+৯ মিনিটে জর্দি আলবার বাম দিকের ক্রস ঠেকাতে ব্যর্থ হন ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস, ফাঁকা পোস্টে বল জালে জড়িয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি, স্কোরলাইন দাঁড়ায় ৩–০। স্টপেজ টাইমের ৯০+১১ মিনিটে ন্যাশভিলের হয়ে হ্যানি মুকতার একটি গোল শোধ করলেও তা ছিল কেবল সান্ত্বনা। এই জয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে ইন্টার মায়ামি, পরবর্তী ম্যাচে জিতলেই প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে উঠবে দলটি।
ম্যাচ শেষে মেসি বলেন,
“দল হিসেবে আমরা যেভাবে খেলেছি, তাতে আমি গর্বিত। এই জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।”
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/