
মোঃ কাজল
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে তিন সম্পাদক ও দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা ও ষড়যন্ত্রমূলক” মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, প্রেসক্লাব ও গণমাধ্যমের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা: মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহীম খন্দকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল।
এ সময় বক্তব্য রাখেন—
জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন,
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক,
গাজীপুর মহানগর পূবাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. আলতাফ হোসেন সিরাজী,
আমার জনতা অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ছানাউল্লাহ নূরী,
চ্যানেল এস এর গাছা প্রতিনিধি ও গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ,
বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক,
কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাউদ্দিন,
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ মিয়া,
ও নির্বাহী সদস্য মোঃ আল আমীনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
সাংবাদিকদের দাবিঃ
মানববন্ধনে বক্তারা বলেন, “সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা এই মিথ্যা মানহানির মামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলাটি প্রত্যাহার না করা হলে আমরা আরো কঠোর আন্দোলনে নামবো।”
তারা আরও বলেন,
“ভুক্তভোগীর বক্তব্য প্রচার করা সাংবাদিকের দায়িত্ব। কিন্তু সেটিকেই কেন্দ্র করে মামলা দায়ের করা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার পেশাগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।”

পটভূমিঃ সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন কৃষকলীগ কর্মী মাজহারুল ইসলাম রুবেল, যিনি বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি বলে জানা গেছে।
পারিবারিক জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের বক্তব্য ও সাক্ষাৎকার প্রকাশ এবং আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে তার ছবি সংবলিত সংবাদ প্রকাশের জের ধরেই এই মামলা দায়ের করা হয় বলে সাংবাদিক নেতারা অভিযোগ করেন।
আগামী কর্মসূচিঃ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতারা ঘোষণা দেন যে, “২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার না করা হলে, সারাদেশব্যাপী সাংবাদিক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্বৈরাচার আওয়ামী দোসর মাজহারুল ইসলাম রুবেলের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হবে।”
উপস্থিতিঃ মানববন্ধনে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “সাংবাদিক নির্যাতন বন্ধ করো, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করো।”
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/