প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৮:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ৯:৩১ পি.এম
হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ অনুসরণ করলে জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ অনুসরণ করলে জীবন আলোকিত হবে। রাসুল (সা.)-এর আদর্শ মেনে চললেই ইহকাল ও পরকালে সফলতা অর্জন সম্ভব। রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে গুলশান সেন্ট্রাল মসজিদ এন্ড ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপ-কমিটি।
ধর্ম উপদেষ্টার বক্তব্যঃ
“হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শের মধ্যে রয়েছে মানবতার পরিপূর্ণ দিকনির্দেশনা। আমরা যদি তাঁর আদর্শে জীবন পরিচালনা করতে পারি, তাহলে ইহকাল ও পরকালে সফলকাম হতে পারব।” তিনি বলেন- “পাপ মানুষকে ধ্বংস করে দেয়। তাই পাপের পথে না গিয়ে, ভুল করলেই তওবা করে সঠিক পথে ফিরে আসা উচিত। আল্লাহ তায়ালা সর্বদা তওবাকারীদের ভালোবাসেন।”
ধর্ম উপদেষ্টা আরও বলেন: “সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপনই ইসলামের প্রকৃত শিক্ষা। হালাল উপার্জনের মাধ্যমেই ইবাদত কবুল হয়। হারাম উপার্জনে অর্জিত সম্পদে গড়ে ওঠা শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটিই কবুল হবে না।” তিনি সততার গুরুত্ব তুলে ধরে বলেন: “দুদকের হাত থেকে হয়তো বাঁচা সম্ভব, কিন্তু আল্লাহর বিচার থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জবাবদিহিতার প্রস্তুতি রাখতে হবে।”
সভাপতির বক্তব্যঃ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান সেন্ট্রাল মসজিদ এন্ড ঈদগাহ সোসাইটির সভাপতি মেজর (অব.) এ মতিন চৌধুরী। তিনি বলেন: “সীরাতুন্নবী (সা.) উপলক্ষে এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানুষকে রাসুল (সা.)-এর জীবন ও আদর্শের পথে ফিরিয়ে আনা।” অন্যান্য বক্তাঃ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মসজিদ কমিটির সহ-সভাপতি লুৎফুল কবির সাদীসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সারসংক্ষেপঃ আলোচনা শেষে সীরাতুন্নবী (সা.) বিষয়ে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা সবাই সর্বক্ষেত্রে রাসুল (সা.) এর আদর্শ অনুসরণের আহ্বান জানান এবং সমাজে নৈতিকতা, সততা ও মানবতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
মূল বার্তা:- “রাসুল (সা.)-এর আদর্শে জীবন গড়লেই মুক্তি ও সফলতা।”