
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কার্যক্রমের আওতায় উপজেলার ৪ হাজার ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী, সূর্যমুখী ও চিনাবাদাম ফসলের বীজ এবং সার দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. আবু দারদা।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করছে। কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মূলভিত্তি। এই প্রণোদনা তাদের উৎপাদন খরচ কমাবে এবং কৃষিতে আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন জানান,
“সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে উচ্চফলনশীল বীজ ও মানসম্মত সার পাচ্ছেন। এতে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়তা করবে।”
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/