মালাইকা অবশেষে আসল বয়স জানিয়ে পোস্ট করলেন

বয়স নিয়ে বিতর্ক থামছে না, জন্মদিনের কেকে লেখা ‘৫০’

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মালাইকা আরোরা আবারও আলোচনায় বয়স নিয়ে। দীর্ঘদিন ধরেই তার বয়স নিয়ে নেটিজেনদের মধ্যে চলছিল নানা বিতর্ক। সম্প্রতি নিজের জন্মদিনে দেওয়া এক পোস্টে অভিনেত্রী নিজেই জানালেন, তিনি এখন ৫০ বছর বয়সী।

গত ২৩ অক্টোবর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও ছেলে আরহান খানকে নিয়ে জন্মদিন উদযাপন করেন মালাইকা। পার্টির বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। মুহূর্তের মধ্যেই সেই ছবিগুলো ভাইরাল হয়ে পড়ে।

নেটিজেনদের নজর যায় জন্মদিনের কেকের দিকে—সেখানে স্পষ্টভাবে লেখা ছিল ‘৫০’। এরপর থেকেই নতুন করে শুরু হয় আলোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তোলেন, যদি ২০১৯ সালে মালাইকা নিজের ৪৬তম জন্মদিন পালন করে থাকেন, তবে ২০২৫ সালে এসে কীভাবে তার বয়স ৫০ হয়?
বিতর্ক আরও বেড়ে যায় যখন গত রবিবার রাতে মালাইকা নিজের জন্মদিনের আরও কিছু ছবি পোস্ট করে লেখেন—

“আমার ৫০তম জন্মদিনকে এত আনন্দের সঙ্গে ভরিয়ে তোলার জন্য সকলকে ধন্যবাদ।”
এই পোস্টের মাধ্যমে মালাইকা নিজেই যেন নিজের বয়সের সত্যতা নিশ্চিত করেন।
অভিনেত্রীর বোন অমৃতা অরোরাও মজা করে ইনস্টাগ্রামে লেখেন—
“গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গেছে। যাক, অবশেষে ৫০ পূর্ণ করল আমার সুন্দরী বোন!”
তবে মালাইকার ভক্তরা এই বয়স বিতর্কে খুব একটা পাত্তা দিচ্ছেন না। তাদের মতে, মালাইকা এখনও অনায়াসে ২৫ বছর বয়সী তরুণীর মতোই প্রাণবন্ত ও আকর্ষণীয়।
নেটিজেনদের ভাষায়—
“মালাইকার কাছে বয়স শুধুই একটি সংখ্যা। ফিটনেস ও স্টাইলের দিক থেকে তিনি আজও বলিউডের সবচেয়ে গ্ল্যামারাস অভিনেত্রীদের একজন।”
বর্তমানে বয়স বিতর্ক ছাপিয়ে মালাইকার সৌন্দর্য, ফিটনেস ও আত্মবিশ্বাসই ভক্তদের মুখে মুখে ঘুরছে।

One thought on “মালাইকা অবশেষে আসল বয়স জানিয়ে পোস্ট করলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *