
এস কে মুকুল
জয়পুরহাট প্রতিনিধি
আগাম শীতের সবজি বাজারে আসতে শুরু করায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সবজির বাজারে দাম কমেছে উল্লেখযোগ্যভাবে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত, ফলে ক্রেতাদের মুখে ফিরেছে স্বস্তির হাসি। উপজেলার পৌর শহরসহ বিভিন্ন হাটবাজার— ইটাখোলা হাট, বটতলী হাট, থানা বাজার, মনঝার হাট ও ধনতলা চৌমুহনী হাট— ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম এখন নিম্নমুখী।
বাজার ঘুরে জানা যায়—

এছাড়াও লালশাক, পুঁইশাক, কলমীশাক, মূলাশাক, সরিষার শাক, পালংশাকসহ বিভিন্ন শাকসবজি পাওয়া যাচ্ছে হাতের নাগালে। ক্রেতারা জানিয়েছেন, গত কয়েক মাসের তুলনায় এখন সবজির দাম অনেকটাই কমে এসেছে। এতে তাদের গৃহস্থালি বাজার করতে আর্থিক চাপও কমছে। বিক্রেতারাও জানান, আগাম শীতের সবজি বাজারে আসায় সরবরাহ বেড়েছে এবং বাজারে স্বস্তি ফিরেছে।
একজন সবজি ব্যবসায়ী বলেন,
“বাজারে এখন প্রচুর সরবরাহ। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দুই এক সপ্তাহের মধ্যে দাম আরও কমে আসবে।” অন্যদিকে, উপজেলা জুড়ে মাছ ও মাংসের বাজারও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সব মিলিয়ে ক্ষেতলাল উপজেলার বাজারগুলোতে এখন শীতের আগাম সবজির সুবাসে ভরপুর স্বস্তির আমেজ বিরাজ করছে।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/