সোনাক্ষী সিনহার দক্ষিণী সিনেমায় অভিষেক

তেলুগু ছবিতে ‘ধনপিশাচিনী’ রূপে হাজির হবেন বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার পা রাখলেন দক্ষিণী সিনেমায়। দীর্ঘদিন হিন্দি ছবিতে অভিনয়ের পর এবার তিনি অভিষেক করছেন তেলুগু চলচ্চিত্রে। ছবির নাম ‘জাটধারা’, যেখানে এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে তাকে। ইতোমধ্যে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে এবং ট্রেলারও প্রকাশ পেয়েছে।
‘জাটধারা’ ছবিতে সোনাক্ষী অভিনয় করছেন ‘ধনপিশাচিনী’ নামের রহস্যময় এক চরিত্রে। চরিত্রটি সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন, এটি তার অভিনয়জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ও ভিন্নধর্মী ভূমিকা।
সম্প্রতি ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন সোনাক্ষী। তিনি বলেন,

“আমি এর আগে অনেক চরিত্রে অভিনয় করেছি, কিন্তু এই চরিত্রটি একেবারেই আলাদা। একজন অভিনেতার সফলতা হলো নানা ধরনের ভূমিকায় নিজেকে প্রমাণ করা। ‘ধনপিশাচিনী’-র চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি ভীষণ কৃতজ্ঞ।”

অভিনেত্রী আরও বলেন,
“এই ছবির মাধ্যমে আমি আমার অভিনয় জীবনের নতুন এক দিক আবিষ্কার করেছি। দর্শকরা কীভাবে আমার এই চরিত্রটিকে গ্রহণ করেন, সেটি দেখার অপেক্ষায় আছি।”
ছবির পরিচালক জানিয়েছেন, গল্পে সোনাক্ষীর চরিত্রটি হবে কেন্দ্রীয় ও রহস্যঘেরা— যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে।

স্ত্রীর ক্যারিয়ারের এই নতুন অধ্যায় নিয়ে আনন্দ প্রকাশ করেছেন সোনাক্ষীর স্বামী জাহির ইকবাল। তিনি বলেন,
“অভিনেত্রী হিসেবে সোনাক্ষীর তুলনা নেই। সে সব সময় নিজেকে নতুনভাবে উপস্থাপন করে।

এই ছবিতেও সে নিজের সেরাটা দিয়েছে বলে আমার বিশ্বাস।” ‘জাটধারা’ ছবিটি মুক্তি পেতে পারে আগামী বছরের শুরুতেই।

দক্ষিণী দর্শকদের পাশাপাশি বলিউডপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সোনাক্ষীর নতুন রূপ দেখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *