৩০ পেরিয়েও নারীরা আজ পর্দায় সমানভাবে উজ্জ্বল’ — দক্ষিণী অভিনেত্রীর খোলামেলা মত
বিনোদন ডেস্ক
এক সময়ের জনপ্রিয় বিশ্বাস ছিল— নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে নায়িকাদের আর পর্দায় লাস্যময়ী বা কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় না। তবে দক্ষিণী চলচ্চিত্রের তারকা তামান্না ভাটিয়া মনে করেন, সেই সময় এখন অনেক পেছনে পড়ে গেছে। বর্তমান প্রজন্মের সিনেমায় বয়স আর কোনো বাধা নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও সময়ের পরিবর্তন নিয়ে খোলামেলা মত দেন তামান্না। তিনি বলেন,
“আমি ভেবেছিলাম মাত্র ১০ বছর কাজ করব। তারপর ৩০-এর কোঠায় পা রাখলেই বিয়ে করব, সংসার করব, সন্তান মানুষ করব। কারণ আগে কমবয়সী অভিনেত্রীদেরই বেশি কাস্ট করা হতো। সেই ট্রেন্ড দেখে আমিও এমন ভেবেছিলাম।” তবে এখন সেই ধারণা একেবারে বদলে গেছে বলে জানান তিনি।
“ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে বুঝেছি, বয়স কোনো বাধা নয়। এখন অনেক অভিনেত্রী ৩০ পেরিয়ে দারুণ সব চরিত্রে অভিনয় করছেন। দর্শকরাও সেই চরিত্রগুলোকে ভালোভাবে গ্রহণ করছেন। আমার মনে হয়, এখনো অনেক কিছু দেওয়ার আছে আমার।”
দক্ষিণী সিনেমায় প্রায় দুই দশক ধরে কাজ করছেন তামান্না ভাটিয়া। বাণিজ্যিক সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ— সব মাধ্যমেই সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
নিজের অভিনয়যাত্রা প্রসঙ্গে তামান্না আরও বলেন,
“বর্তমানে সিনেমার গল্পের ধরন পাল্টে গেছে। এখন আর শুধু নায়িকা মানে নাচ-গান বা রোমান্টিক দৃশ্য নয়। মধ্যবয়সী অভিনেত্রীদের জন্য এখন আলাদা করে চরিত্র তৈরি হচ্ছে, যেগুলোর পর্দায় যথেষ্ট গুরুত্ব রয়েছে।”

দক্ষিণী ও বলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই সমানতালে কাজ করছেন এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পাওয়া তার কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
বয়স নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাতে পেরেই খুশি তামান্না। তার মতে,
“একজন শিল্পীর জন্য বয়স নয়, কাজের মানটাই আসল পরিচয়। যতদিন পারব, ভালো চরিত্রে কাজ করে যেতে চাই।”