
মোঃ মিজানুর রহমান
খুলনা প্রতিনিধি
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি মাধ্যমিক বিদ্যালয় (কেডিএ আবাসিক), ফুলবাড়ীগেট আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন,

“শিক্ষার্থীদের এই সাফল্য তাদের অধ্যবসায়, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিক পরিশ্রমের ফল। ভবিষ্যতেও তারা দেশের জন্য গৌরব বয়ে আনবে—এই প্রত্যাশা করি।” অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, “মানসম্মত শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ ওমর ফারুক।
তিনি কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে সাফল্য কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভূঁইয়া নুরুল হুদা, জাহিদ হাসান, হাসান সরদার, অপূর্ব সরকার প্রমুখ শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ আব্দুল লতিফ, এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলয় কান্তি গাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। শিক্ষার্থীদের এই অর্জন উদযাপনে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। শেষে অতিথিরা শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন— “শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো জ্ঞান ও মানবতার বিকাশ। আজকের এই অর্জন হোক জীবনের অনুপ্রেরণা।”
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/