
বিনোদন ডেস্ক
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার হাজির হয়েছেন ভিন্নধর্মী হরর-কমেডি ঘরানার সিনেমা ‘থাম্মা’ নিয়ে। দীপাবলির উৎসবকে সামনে রেখে ২১ অক্টোবর মুক্তি পাওয়া এই সিনেমাটি মাত্র ৯ দিনেই ১৩৯ কোটি রুপি আয় করে বলিউডে চমক সৃষ্টি করেছে। সিনেমাটি শুধু ভারতেই ১২.৫ কোটি রুপি আয় করেছে, আর বিদেশে আয় ১৭.৫ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৩৯ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯২.০৪ কোটি টাকা।

ম্যাডক ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমার বাজেট ছিল ১৪০ কোটি রুপি। দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ৫৯ সেকেন্ড এবং এটি ইউ/এ ১৬+ রেটিংসহ অনুমোদিত। ‘থাম্মা’-তে রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। মুক্তির আগেই সিনেমার গান ও ট্রেলারের মাধ্যমে আলোচনায় আসে ছবিটি।
এক সাক্ষাৎকারে আয়ুষ্মান খুরানা বলেন,
“সিনেমাটি ভারতীয় পুরাণ ও কিংবদন্তি থেকে অনুপ্রাণিত। আমরা প্রায়ই পশ্চিমা ধারণার দিকে তাকাই, কিন্তু আমাদের সংস্কৃতিতেই অনেক সমৃদ্ধ উপাদান আছে। এটি আমার প্রথম প্রকৃত ফ্যান্টাসি প্রকল্প—এখানে আমি ‘বেতাল’ চরিত্রে অভিনয় করছি, যা ভারতের লোককথার এক প্রেতাত্মা। এটি হরর নয়, বরং কমেডি, রোমান্স ও অ্যাকশন মিশ্রিত।”

অন্যদিকে রাশমিকা মান্দানা জানান,
“গল্পটি শুনেই আমি অভিভূত হয়েছিলাম। এই সিনেমার প্রতিটি চরিত্র আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। এই ইউনিভার্সের অংশ হতে পেরে আমি গর্বিত।”
সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, গীতা আগরওয়াল শর্মা, ফয়সাল মালিক প্রমুখ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে পর্দায় হাজির হয়েছেন তারকা শিল্পীরা—মালাইকা আরোরা, নোরা ফাতেহি, অমর কৌশিক, সত্যরাজ, বরুণ ধাওয়ান ও সুনীল কুমার। মুক্তির আগেই ‘থাম্মা’ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। মুক্তির পর রাশমিকা ও আয়ুষ্মানের রসায়ন, ভারতীয় পুরাণ-নির্ভর গল্প এবং দৃষ্টিনন্দন উপস্থাপনায় সিনেমাটি দর্শকদের মন জয় করে নিয়েছে।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/