সাভারের ছায়াবিথীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রধান অতিথি লায়ন মো. খোরশেদ আলম: “মাদক থেকে দূরে থাকুন, খেলাধুলায় ফিরে আসুন”

তাহের তারেক
সাভার প্রতিনিধি

ঢাকার সাভারের ছায়াবিথী এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে ফাইনালে জায়গা করে নেয় হাসান টাঙ্গাইল এক্সপ্রেস ও রায়হান একাদশ।

আজ শুক্রবার বিকেল ৩টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও উত্তেজনা। খেলাটির নির্ধারিত সময়ে দুই দলই ২-২ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে হাসান টাঙ্গাইল এক্সপ্রেস বিজয়ী হয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি লায়ন মো. খোরশেদ আলম, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা বিএনপি ও সাভার পৌর মেয়র পদপ্রার্থী। এছাড়া রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন,
“গত ১৬ বছর সাভারে খেলাধুলা প্রায় বন্ধ হয়ে পড়েছিল। এখন যুবসমাজের উদ্যোগে খেলাধুলায় প্রাণ ফিরে এসেছে। আমি সবাইকে বলবো— মাদক থেকে দূরে থাকুন, খেলাধুলায় ফিরে আসুন।”

তিনি আরও বলেন,
“আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় নিশ্চিত করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আক্তার বেপারী (কাউন্সিলর প্রার্থী, ১ নং ওয়ার্ড), মোশারফ হোসেন মোল্লা, মোহাম্মদ হযরত আলী, মো. রাশেদুজ্জামান বাচ্চু, জাহিদুল ইসলাম জুয়েল, চম্পক দেওয়ার প্রমুখ। এ ছাড়াও বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলা শেষে এলাকায় উৎসবমুখর পরিবেশে বিজয়ী দলের সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *