“পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না” — ধর্ম উপদেষ্টা

পঞ্চগড় প্রতিনিধি

“মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে গত ১৫ মাসে আমরা যথেষ্ট সফলতা অর্জন করেছি। তবে পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়। তবুও আমি একটি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে সক্ষম হয়েছি।”

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের জালাসী এলাকায় দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদরাসা মাঠে জেলা তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত ‘আজিমুশ্বান শানে রিসালাত সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


হজ ব্যবস্থাপনায় পরিবর্তন ও দুর্নীতিবিরোধী পদক্ষেপ

ধর্ম উপদেষ্টা বলেন,

“আমাদের সরকারের বয়স এখন ১৫ মাস। এর মধ্যেই আমরা হজ ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন এনেছি। মডেল মসজিদ নির্মাণে যেখানে দুর্নীতি বা অনিয়ম ছিল, সেখানে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছি।” তিনি আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল, যিনি সম্প্রতি প্রতিবেদন জমা দিয়েছেন।

“তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা নেব,” — যোগ করেন তিনি।


হজযাত্রীদের টাকা ফেরত ও স্বচ্ছ প্রশাসন

আ ফ ম খালিদ হোসেন বলেন, “আমরা হজে অংশ নেওয়া এজেন্সিগুলোর সৌদি আরবে আটকে থাকা প্রায় ৩৯ কোটি টাকা ফেরত দিয়েছি। আমার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। আমি নিজেও দুর্নীতির সঙ্গে যুক্ত নই এবং আমার অধীনে থাকা কর্মকর্তারা যাতে দুর্নীতিমুক্ত থাকেন, সে বিষয়ে আমি অত্যন্ত সোচ্চার।”


সম্মেলনে উপস্থিত ছিলেন

সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হান্নান, বাস্তবায়ন কমিটির সভাপতি।

এ সময় উপস্থিত ছিলেন—

  • হাফেজ মাওলানা মাহমুদুল আলম
  • জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন
  • সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আব্দুল হাই
  • সহসভাপতি ক্বারী মুহাম্মদ আব্দুল্লাহ
  • সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ
  • খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন প্রমুখ।

সম্মাননা ও দাবি স্মারকলিপি প্রদান

অনুষ্ঠানের আগে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।
পরে পঞ্চগড় তৌহিদী জনতার পক্ষ থেকে ১২ দফা দাবি সংবলিত স্মারকলিপি উপদেষ্টার হাতে তুলে দেন স্থানীয় আলেমরা।

One thought on ““পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না” — ধর্ম উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *