
পঞ্চগড় প্রতিনিধি
“মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে গত ১৫ মাসে আমরা যথেষ্ট সফলতা অর্জন করেছি। তবে পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়। তবুও আমি একটি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে সক্ষম হয়েছি।”
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের জালাসী এলাকায় দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদরাসা মাঠে জেলা তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত ‘আজিমুশ্বান শানে রিসালাত সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন,
“আমাদের সরকারের বয়স এখন ১৫ মাস। এর মধ্যেই আমরা হজ ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন এনেছি। মডেল মসজিদ নির্মাণে যেখানে দুর্নীতি বা অনিয়ম ছিল, সেখানে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছি।” তিনি আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল, যিনি সম্প্রতি প্রতিবেদন জমা দিয়েছেন।
“তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা নেব,” — যোগ করেন তিনি।
আ ফ ম খালিদ হোসেন বলেন, “আমরা হজে অংশ নেওয়া এজেন্সিগুলোর সৌদি আরবে আটকে থাকা প্রায় ৩৯ কোটি টাকা ফেরত দিয়েছি। আমার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। আমি নিজেও দুর্নীতির সঙ্গে যুক্ত নই এবং আমার অধীনে থাকা কর্মকর্তারা যাতে দুর্নীতিমুক্ত থাকেন, সে বিষয়ে আমি অত্যন্ত সোচ্চার।”
সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হান্নান, বাস্তবায়ন কমিটির সভাপতি।
এ সময় উপস্থিত ছিলেন—
অনুষ্ঠানের আগে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।
পরে পঞ্চগড় তৌহিদী জনতার পক্ষ থেকে ১২ দফা দাবি সংবলিত স্মারকলিপি উপদেষ্টার হাতে তুলে দেন স্থানীয় আলেমরা।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/