প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৬:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ২:৫৮ এ.এম
‘দম’ সিনেমায় ফিরলেন পূজা চেরি — নিশো-চঞ্চলের সঙ্গে নতুন যাত্রা
বিনোদন প্রতিবেদক
খানিকটা বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তার নতুন সিনেমা ‘দম’-এর জমকালো শুভ মহরত। ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। এই সিনেমার বিশেষ দিক হলো—এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন আফরান নিশো ও পূজা চেরি। পাশাপাশি, ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী।
সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত পূজা চেরি। সংবাদমাধ্যমে তিনি বলেন, “এই কাজটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটি আমি খুব সহজে পাইনি—অনেক কাঠখড় পুড়িয়ে নির্বাচিত হয়েছি। তাই ‘দম’ আমার ক্যারিয়ারের বিশেষ একটি অধ্যায়।”
সহশিল্পী নিশোকে নিয়ে পূজা আরও বলেন,
“নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ। তিনি অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল। এছাড়া এ সিনেমায় চঞ্চল ভাইও আছেন, যার সঙ্গে ছোটবেলায় কাজ করেছি। তাই এই সিনেমা আমার কাছে অনেক আবেগের।”
ব্যক্তিগত জীবন প্রসঙ্গে পূজা জানান, আপাতত বিয়ে নয়, মনোযোগ শুধুই ক্যারিয়ারে—
“এখন বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই জীবনের একটি অধ্যায় শেষ হওয়া। আমি এখনো অনেক দূর যেতে চাই, অনেক কাজ করার বাকি। মাঝপথে বিয়ে করে থেমে যেতে চাই না।”
চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা—রেদওয়ান রনির এই নতুন সিনেমা ‘দম’ হবে ভিন্নধর্মী গল্পে ভরপুর একটি বড় প্রজেক্ট, যা পূজা চেরির ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।