বাবর আজমের রেকর্ড, কোহলিকে পিছনে ফেলে পাকিস্তানের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে ৪ উইকেটে জয় পেয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম খেলেছেন দুর্দান্ত এক ইনিংস, যা শুধু দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি, বরং তাকে ব্যক্তিগত এক নতুন রেকর্ডের মালিকও করেছে। ৪৭ বলে ৯টি চারের সাহায্যে ম্যাচজয়ী ৬৮ রান করেন বাবর। এই ইনিংসের মাধ্যমে তিনি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। বাবরের হাফ সেঞ্চুরির সংখ্যা এখন ৪০, যা ভারতের বিরাট কোহলির ৩৯টি হাফ সেঞ্চুরির রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের আরেক সাবেক অধিনায়ক রোহিত শর্মা, যার হাফ সেঞ্চুরি সংখ্যা ৩৭টি। চতুর্থ স্থানে আছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, যার হাফ সেঞ্চুরি ৩১টি।

ম্যাচে পাকিস্তান জয়ের জন্য লক্ষ্য পায় ১৪০ রান। শুরুতে ওপেনার সাইম আইয়ুব ছয় বল খেলে শুন্য রানে বিদায় নিলে দলটি প্রাথমিক ধাক্কা খায়। তবে দ্বিতীয় উইকেটে বাবর আজম ও শাহিবজাদা ফারহান ৩৬ রানের জুটি গড়ে দলকে স্থিতি এনে দেন। ফারহান ১৮ বলে ১৯ রান করে আউট হন। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে ৭৬ রানের ম্যাচজয়ী পার্টনারশিপ গড়ে তোলেন বাবর। আগা ২৬ বলে দ্রুত ৩৩ রান যোগ করেন। শেষদিকে ১৩৩ রানে ৬ উইকেট হারানোর পর ফাহিম আশরাফ ও উসমান খাজা ঠান্ডা মাথায় দায়িত্ব নিয়ে ৬ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে টসে জিতে পাকিস্তান প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। শাহীন শাহ আফ্রিদী ও সালমান মির্জার নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানেই থেমে যায়। আফ্রিদী ২৬ রানে ৩ উইকেট নেন, আর সালমান ১ উইকেট শিকার করলেও চার ওভারে দেন মাত্র ১৬ রান। প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকস দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন।

সিরিজ শেষ করে আগামী ৪, ৬ ও ৮ নভেম্বর ফয়সালাবাদে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *